ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবু ধাবিতে আগে ব্যাটিং করা দল জিতেছে বেশি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৭ অক্টোবর ২০২১  
আবু ধাবিতে আগে ব্যাটিং করা দল জিতেছে বেশি

টস জিতে মাহমুদউল্লাহ নিশ্চয়ই হাফ ছেড়ে বাঁচলেন! পছন্দমতো সিদ্ধান্ত নিতে পারছেন। আবু ধাবির তপ্ত গরমে ইংল্যান্ডকে আগে বোলিংয়ে পাঠালেন তিনি। উইকেট ও কন্ডিশন বিবেচনায় মাহমুদউল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন।

এ মাঠের পরিসংখ্যানও নিশ্চয়ই তাকে বড় আশা দেখাচ্ছে। এ বছর আবু ধাবিতে আগে ব্যাটিং করা দল জিতেছে ১৯ ম্যাচে। লক্ষ্য তাড়া করে জয় এসেছে ১৭টি।

পরিসংখ্যান আশা দেখাচ্ছে, বাংলাদেশ স্কোরবোর্ডে শক্তিশালী পুঁজি পেলে জয়ের সম্ভাবনা থাকবে। তবে এ মাঠে বিশ্বকাপের পরিসংখ্যান আবার উল্টো। বিশ্বকাপে আগে ব্যাটিং করা দল জিতেছে একটি, লক্ষ্য তাড়া করে জয় ৪ ম্যাচ।

দিনের আলোয় খেলা হচ্ছে। শিশির বড় কোনো প্রভাব রাখতে পারবে না। তবে ইংল্যান্ডের জন্য কন্ডিশনই বড় হুমকি। উত্তপ্ত গরম তাদের জন্য ‘প্রেসার কুকার।’

ইংল্যান্ড-বাংলাদেশ প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে। দেখার বিষয়, প্রথম মুখোমুখিতে কারা এগিয়ে যায়। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ২০০৭ সালের পর কোনো জয় নেই বাংলাদেশের। ইংল্যান্ডকে আজ মাটিতে নামিয়ে ব্যর্থতার গেরো ছুটাতে পারে কি না সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়