ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিপিএলের বন্ধুত্ব শারজায় কাজে লাগাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

দুবাই থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২৮ অক্টোবর ২০২১  
বিপিএলের বন্ধুত্ব শারজায় কাজে লাগাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ছড়াছড়ি থাকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। এজন্য বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ভালো বন্ধুত্বও তৈরি হয়েছে তাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের লড়াইয়ে এবার তারা একে অন্যের মুখোমুখি। 

বাংলাদেশের বিপক্ষে সেই বন্ধুত্ব কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চান নিকোলাস পুরান। ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি হয়ে আসা পুরান জানান, বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে তাদের যে বন্ধুত্ব ও জানাশোনা সেটা ম্যাচে অনেক কাজে দেবে।

পুরান বলেন, ‘আমি বাংলাদেশে কিছু সময় কাটিয়েছি, শুধু আমি না আমাদের দলের অনেকেই। ওদের সঙ্গে আমাদের ভাল বন্ধুত্ব আছে। এটা বিভিন্ন কন্ডিশনে ওদের থেকে শিখতে এবং বুঝতে সাহায্য করে।‘ 

পুরান সবশেষ বিপিএলে খেলেছিলেন সিলেট সিক্সার্সে। তার দলের অনেক সতীর্থই বিপিএলের চেনামুখ। পুরান বলেন, ‘ম্যাচের আগে ওরা কী করবে বা করতে পারে তা বোঝাটা ম্যাচে ব্যাটসম্যান বা বোলার হিসেবে আমাদের অনেক সাহায্য করবে।‘ 

শুক্রবার (২৯ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ফরম্যাটে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ভালোই। ১২ বারের দেখায় ৬ বার ওয়েস্ট ইন্ডিজ ও ৫ বার বাংলাদেশ জিতেছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে

চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন দল হিসেবে খেলতে আসলেও প্রথম দুটিতে তারা হেরেছে। অন্যদিকে বাংলাদেশের অবস্থাও তাই, দুটি ম্যাচে দুটিই হার। কাল যে জিতবে তার সেমিফাইনালের আশা টিকে থাকবে। 

কে এগিয়ে প্রশ্নে পুরান বলেন, ‘আমার মনে হয়, দুই ম্যাচ হারার পর বাংলাদেশও আমাদের মতো একই পরিস্থিতিতে আছে। আমার মনে হয়, আগামীকালকের ম্যাচ আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমাদের জয়টা প্রয়োজন এবং শারজাতেও খেলতে হবে।‘ 

ঘুরে দাঁড়ানোর সুযোগ জানিয়ে পুরান আরো বলেন, ‘অবশ্যই আমি মনে করি, এটা ঘুরে দাঁড়ানোর ভালো একটা সুযোগ। আমরা জানি না, কাল শারজা কেমন আচরণ করবে। কিন্তু আমাদের মনোযোগ কেবল ছোট বাউন্ডারির দিকেই নয়। আমরা কেবল নিজেদের স্কিল কাজে লাগাতে চাই। আর যখন তা করতে পারব, ফল এমনিতেই আসবে।‘

দুবাই/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়