ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১২ নভেম্বর ২০২১   আপডেট: ১৩:১৩, ১২ নভেম্বর ২০২১
কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল

বৃহস্পতিবার সাও পাওলোতে বিশ্বকাপ কোয়ালিফায়ারে কলম্বিয়াকে ১-০ গোলে হারাল ব্রাজিল। তাতে দক্ষিণ আমেরিকার প্রথম দল হয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপের টিকিট হাতে পেল তিতের শিষ্যরা।

৭২ মিনিটে লুকাস পাকুয়েতার একমাত্র গোলে জয় পায় ব্রাজিল। তার শট গোলকিপার ডেভিড ওসপিনার হাতে লাগলেও থামেনি, জড়ায় জালে।

১০ দলের এই গ্রুপে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট ব্রাজিলের। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে তারা।

শীর্ষ চার দল কাতারের বিশ্বকাপে সরাসরি খেলবে, পঞ্চম দল খেরবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

ব্রাজিল তাদের ঘরের মাঠে টানা ১১ ম্যাচ জিতল, যা দক্ষিণ আমেরিকার কোনো দেশের রেকর্ড। এছাড়া আরেকটি রেকর্ড গড়েছে ব্রাজিল। কোনো গোল না খেয়ে টানা দশম জয় তাদের।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়