ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উইন্ডিজ যুব দলের সঙ্গে চন্দরপল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৩ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:২০, ১৩ নভেম্বর ২০২১
উইন্ডিজ যুব দলের সঙ্গে চন্দরপল

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিতে যাচ্ছেন সাবেক ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে ক্যারিবিয়ান দ্বীপে হবে যুব বিশ্বকাপ। তার জন্য ছোটদের প্রস্তুত করতে ব্যাটিং পরামর্শক হিসেবে এন্টিগার ক্যাম্পে যোগ দিবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার কীর্তি চন্দরপলের। ১৬৪ ম্যঅচে তার নামের পাশে ১১৮৬৭ রান, গড় ৫১-এর বেশি। এছাড়া ২৬৮ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি খেলেছেন। ফ্লয়েড রেইফার (প্রধান কোচ), রোহান নার্স (সহকারী কোচ) ও কার্টলি অ্যামব্রোসের (বোলিং কোচ) সঙ্গে সাপোর্ট স্টাফ টিমের সদস্য হচ্ছেন তিনি।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস বলেছেন, ‘শিবের চমৎকার ক্রিকেটীয় জ্ঞান আছে এবং তিনি জানেন কিভাবে কোচিং স্টাফের সেরা সংযোজন হতে হয়। এরই মধ্যে স্যার কার্টলি অ্যামব্রোসের মতো আরেক আইকনকে আমরা পেয়েছি, যিনি এই দলের সঙ্গে আগস্ট থেকে ক্যাম্পে আছেন।’

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ক্যাম্প ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৮ নভেম্বর। এই ক্যাম্পের জন্য ২৮ জনের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়