ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শুভাগতর ৬ উইকেটের দিনে সৌম্যর ফিফটি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২২ নভেম্বর ২০২১  
শুভাগতর ৬ উইকেটের দিনে সৌম্যর ফিফটি

প্রথম দিনের ২৬৩ রানের সঙ্গে ৭২ রান যোগ করে খুলনা বিভাগকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল ঢাকা বিভাগ। সব মিলিয়ে জাতীয় লিগের শেষ রাউন্ডের প্রথম ইনিংসে ঢাকার রান ৩৩৫।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট দেখায় ঢাকা বিভাগ। শুভাগত হোমের স্পিন ঘূর্ণিতে দিশেহারা খুলনা। ডানহাতি স্পিনার একাই পেয়েছেন ৬ উইকেট। ৮ উইকেটে ১৮০ রানে সোমবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে খুলনা। ১৫৫ রানে এখনও পিছিয়ে তারা।

ব্যাটিংয়ে আজ ফিফটির দেখা পেয়েছেন নাদিফ চৌধুরী। ৫৩ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া সুমন খান ১৮ ও এনামুল হক ১৩ রান করেন। খুলনার হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন আল-আমিন হোসেন ও সৌম্য সরকার।

ব্যাটিংয়ে খুলনার হয়ে একাই লড়াই করেন সৌম্য সরকার। আগের রাউন্ডে ফিফটি পাওয়া সৌম্য এবারও করেন ৬৫ রান। দলের বাকি সবার ব্যর্থতার দিনে ৯৪ বলে ৭ বাউন্ডারিতে ইনিংসটি সাজান তিনি। মিঠুন মাত্র ৩ রান করেন। ইমরুলের ব্যাট থেকে আসে ২৩ রান। এনামুল হক বিজয় করেন ১৭ রান। ভালো করতে পারেননি লেট অর্ডার ব্যাটসম্যানরাও। নাহিদুল ৮ ও ইমরান উজ্জামান ১২ রান করেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ৯ ও টিপু সুলতান ৫ রানে অপরাজিত থেকে ফিরেছেন সাজঘরে।

১৭ ওভার হাত ঘুরিয়ে ৪৬ রানে শুভাগতর শিকার ৬ উইকেট। ২ উইকেট পেয়েছেন সুমন খান।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়