ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অমিত-জাকিরের সেঞ্চুরিতে সিলেটের রান পাহাড়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২৩ নভেম্বর ২০২১   আপডেট: ০৪:৩২, ২৪ নভেম্বর ২০২১
অমিত-জাকিরের সেঞ্চুরিতে সিলেটের রান পাহাড়

রংপুরকে ৩৯৩ রানে গুটিয়ে দেওয়ার পর জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম ইনিংসে রান পাহাড় গড়েছে সিলেট। জোড়া সেঞ্চুরিতে তারা তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৫ উইকেটে ৪৫৫ রানে।

২ উইকেটে ১৯০ রানে মঙ্গলবার খেলা শুরু করে সিলেট। অমিত ৯০ রানে অপরাজিত ছিলেন, আর ২৩ রানে জাকির। দিনের শুরুতেই সেঞ্চুরি পেয়ে যান অমিত, ছিলেন ডাবল সেঞ্চুরির পথে। কিন্তু ১৪ রানের জন্য আক্ষেপে পুড়তে হয় তাকে। ৪২২ বল খেলে ১৯ চারে ১৮৬ রান করে তানবীর হায়দারের শিকার হন অমিত।

তার আগে ২৪৮ বলে ১২২ রান করেন জাকির। অধিনায়ক ফিরতি ক্যাচ দেন জাহিদ জাভেদকে। দলীয় ৪১৩ রানে তিনি আউট হলে জাকের আলী অনিকের অপরাজিত ৩৭ রানে সাড়ে চারশ পার করে সিলেট। অন্য প্রান্তে আসাদুল্লাহ আল গালিব ১৮ রানে খেলছিলেন।

রংপুরের ৯ জন বল করেও সিলেটকে দমিয়ে রাখতে পারেননি। দুই উইকেট নিয়ে সবচেয়ে সফল নাসির হোসেন। ৬২ রানের লিড নিয়ে দিন শেষ করেছে সিলেট।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়