Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৭ ১৪২৮ ||  ২৪ রবিউস সানি ১৪৪৩

বাবরের চোখে উইকেট ‘টিপিক্যাল বাংলাদেশি’, মুমিনুল বললেন, ‘ভালো’

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৫ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:০৫, ২৫ নভেম্বর ২০২১
বাবরের চোখে উইকেট ‘টিপিক্যাল বাংলাদেশি’, মুমিনুল বললেন, ‘ভালো’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ দুই টেস্টে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। সাদা পোশাকে আফগানিস্তানের বিপক্ষে হারের লজ্জার পর বাংলাদেশ পরাজিত ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের কাছে। দুই টেস্টে ম্যাচ হারের পেছনে জহুর আহমেদের ২২ গজ রেখেছিল বড় ভূমিকা। আফগানিস্তানকে যেমন স্পিনে বধ করতে স্পিনিং উইকেট তৈরি করেছিল। ঠিক তেমনি ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে ফ্ল্যাট উইকেট বানিয়েছিল। কিন্তু নিজেদের ফাঁদে আটকে যায় বাংলাদেশ। দুটি ম্যাচই বাংলাদেশ হারে পঞ্চম দিনে। এবার সাগরপারে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ পাকিস্তান। দুই দলের ম্যাচের আগে আবারো আলোচনায় সাগরিকার ২২ গজ।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে দুই দলের অধিনায়ক উইকেট নিয়ে নিজেদের ভাবনা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করেছে বাংলাদেশ। সাত সকালেই উইকেট দেখে তৃপ্তির ঢেকুর তুলেছেন মুমিনুল। বাংলাদেশ অধিনায়কের মতে, ব্যাটসম্যানদের জন্য সহায়ক হচ্ছে চট্টগ্রামের ২২ গজ। তার ভাষ্য, ‘আমার কাছে মনে হয় খুব ভালো ব্যাটিং উইকেট হবে। ভালো উইকেট হবে। ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে। আপনারা তো দেখেছেন… চট্টগ্রামে যে কয়েকটি সিরিজ হয়েছে, আপনারা তো আরো ভালো জানেন, বাইরে থেকে যারা দেখে তারাও ভালো বোঝে। চট্টগ্রামের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হয়।’

মুমিনুলের থেকে চট্টগ্রামের ২২ গজ আর কে ভালো চেনেন! ক্যারিয়ারে ১১ সেঞ্চুরির ৭টিই পেয়েছেন নিজের ঘরের মাঠে। এবারও যে জহুর আহমেদ তার জন্য রানের পসরা সাজিয়ে অপেক্ষা করছে বলাই যায়। মুমিনুলের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাবর। দুপুরে অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানের অধিনায়ক বললেন, ‘টিপিক্যাল বাংলাদেশি উইকেট। ঘাস আছে। গতকাল এমনটাই দেখেছিলাম। আজ গিয়ে শেষবার দেখব। চিরাচরিত দেখে এসেছি, এখানে স্পিনাররা সাহায্য পায়। শুরুতে পেসাররাও কিছুটা সাহায্য পায়। আমি মনে করি উইকেট ও কন্ডিশন আমরা যতটা কাজে লাগাতে পারব আমাদের ততটা ভালো হবে।’ 

চট্টগ্রাম/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়