ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চনমনে লিটন ভুলেছেন বিশ্বকাপ ব্যর্থতা

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৫ নভেম্বর ২০২১  
চনমনে লিটন ভুলেছেন বিশ্বকাপ ব্যর্থতা

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট যে পুরোপুরি আলাদা তা বারবার মনে করাচ্ছিলেন মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়কের সাফ কথা, ‘বিশ্বকাপে টি-টোয়েন্টি খেলা ছিল, আর এটা টেস্ট। পুরো ভিন্ন ফরম্যাট। তাই এটা (বিশ্বকাপের পারফরম্যান্স) নিয়ে আমি চিন্তা করছি না। টেস্ট আর টি-টোয়েন্টির ওপেনাররা পুরোপুরি ভিন্ন। আশা করি বুঝতে পেরেছেন।’

মুমিনুলের কাছে ওপেনারের পারফরম্যান্স নিয়ে জানতে চাওয়ার একটাই কারণ, বিশ্বকাপে বাংলাদেশের ওপেনাররা ছিলেন একেবারেই হতশ্রী। ব্যাটিংয়ে রান করে দলের হয়ে অবদান রাখতে পারেননি। সেই তালিকায় আছেন লিটন দাসও। এজন্য জাতীয় দলে জায়গাও হারাতে হয়েছে তাকে। তবে টেস্ট ক্রিকেটে দারুণ সময় কাটানোয় তাকে অনুমিতভাবেই দলে জায়গা দেওয়া হয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের পর তাকে আবার দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতা কি ভুলতে পেরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান! টেস্ট অধিনায়ক অভয় দিয়ে জানালেন, বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে সামনে এগিয়েছেন লিটন। মুমিনুল বলেছেন, ‘টি-টোয়েন্টি আর টেস্টে অনেক পার্থক্য আছে। আপনি যদি বারবার টেস্ট ও টি-টোয়েন্টির প্রসঙ্গ নিয়ে আসেন আমার জন্য উত্তর দেওয়া কঠিন হবে। আমার কাছে মনে হয় ও নিজেই বিশ্বকাপ ব্যর্থতা পেছনে ফিরে এসেছে। এক বছরে ওর টেস্ট ক্যারিয়ার দেখুন, ৪৫-৫০ এর মতো গড়। আমার মনে হয় না বিশ্বকাপের পারফরম্যান্স ওর ওপর কোনো প্রভাব ফেলবে। দলের সবাই ওকে সহযোগিতা করছে। মানসিকভাবে চাঙ্গা আছে।’

২০২০ সালের জানুয়ারি থেকে ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই ছিলেন লিটন। এই ৭ টেস্টে ৪৪.০৯ গড়ে করেছেন ৪৮৫ রান, আছে ৫ ফিফটি। লোয়ার অর্ডারে নেমে ব্যাটিংয়ে কঠিন সময়ে তার অবদান দলের স্কোরবোর্ড পুঁজি করে। ব্যাটসম্যান লিটন টেস্টে ছন্দে আছে। কিন্তু বিশ্বকাপের ব্যর্থতার খোলস থেকে বের হতে পারবেন কি না সেটাই বড় প্রশ্ন।

চট্টগ্রাম/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়