ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

থাইল্যান্ডকে ১৭৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২৫ নভেম্বর ২০২১   আপডেট: ২১:২২, ২৫ নভেম্বর ২০২১
থাইল্যান্ডকে ১৭৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ১৭৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা। হারারে স্পোর্টস ক্লাবে ৮ উইকেটে ১৭৬ রান করেছেন নিগার সুলতানারা।

হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ডানহাতি অফস্পিনার নাট্টায়া বুশাথামের ঘূর্ণিতে সুবিধা করতে পারেননি ব্যাটসম্যানরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করা শারমীন আখতার মাত্র ১ রানে দ্বিতীয় ওভারে বুশাথামের শিকার হন।

দলীয় ১৪ রানে অধিনায়ক নিগার (১) ফিরে যান। এরপর মুর্শিদা খাতুন ও ফারজানা হক প্রতিরোধ গড়েন। মাত্র ৪ রানের আক্ষেপ নিয়ে দলীয় স্কোর ১০০-তে যাওয়ার আগে আউট হন মুর্শিদা। ৮০ বলে ৫ চারে ৪৬ রান করে টিপ্পচের শিকার তিনি। ফারজানা হাফ সেঞ্চুরি করলেও ৫১ রানের বেশি হয়নি। বুশাথামের কাছে উইকেট হারান ৮১ বলের ইনিংস খেলে।

লতা মন্ডল ২৯ রান করে পরে কার্যকরী ভূমিকা রাখেন। শেষ ওভারে তাকেসহ তিন উইকেট নেন বুশাথাম। এই থাই স্পিনার ৭ ওভারে ২ মেডেনসহ ২৬ রান দিয়ে ৫ উইকেট নেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়