ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তামিমের একটি রেকর্ড ভেঙে আরেকটি ভাঙার অপেক্ষার মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৬ নভেম্বর ২০২১  
তামিমের একটি রেকর্ড ভেঙে আরেকটি ভাঙার অপেক্ষার মুশফিক

আঙুলের চোটে তামিম ইকবাল নেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। তবে চট্টগ্রামে তামিমকে মনে করালেন মুশফিকুর রহিম। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে মুশফিক ছাড়িয়ে গেলেন তামিমের একটি কীর্তি। অপেক্ষায় আছেন আরেকটি বড় রেকর্ড ভাঙার।

ঘরের মাঠে টেস্টে এখন সবচেয়ে বেশি রান মুশফিকুর রহিমের। পেছনে ফেলেছেন তামিমকে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিক ৬৮ রানে ব্যাটিং করছিলেন।

তামিমকে ছাড়িয়ে যেতে মুশফিকের প্রয়োজন ছিল ৩৮ রান। প্রথম দিনের চা-বিরতির আগে মুশফিক ছাড়িয়ে যান দেশসেরা ওপেনারকে। ৪৪ ম্যাচে ৭৮ ইনিংসে মুশফিকের রান ২ হাজার ৬৫০। তামিম ৩৭ ম্যাচে ৭০ ইনিংসে করেছেন ২ হাজার ৬২০ রান। এ তালিকায় তিনে আছেন সাকিব। ঘরের মাঠে বাঁহাতি ব্যাটসম্যান ৩৮ ম্যাচে ৬৮ ইনিংসে করেছেন ২ হাজার ৫৪৫ রান।

দেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন তামিম। ৬৪ ম্যাচে তার রান ৪ হাজার ৭৮৮। চট্টগ্রাম টেস্টের আগে মুশফিকের রান ছিল ৪ হাজার ৬৯৬। ৯২ রানে পিছিয়ে থেকে সাগর পাড়ের স্টেডিয়ামে মাঠে নেমেছেন।

৬৮ রান তুলে বেশ ছন্দে আছেন মুশফিক। ৯২ রান করতে পারলে তামিমের সিংহাসন নিজের করে নেবেন মিস্টার ডিপেন্ডবল। টেস্টে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের। ৫৮ ম্যাচে ১০৭ ইনিংসে সাকিব করেছেন ৩ হাজার ৯৩৩ রান।

ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়