ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তাইজুলকে মনে ধরেছে সাকলায়েন মুশতাকের

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৩০ নভেম্বর ২০২১   আপডেট: ১৭:১৩, ৩০ নভেম্বর ২০২১
তাইজুলকে মনে ধরেছে সাকলায়েন মুশতাকের

বাঁহাতি স্পিনের মায়াবী জাদুতে বুঁদ করে রেখেছিলেন তাইজুল ইসলাম। যেমন ছিল তার অ্যাকুরেসি, তেমন তার টার্ন। কোনো বাজে বল নেই। কোনো আলগা বলও করেননি। পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য বড় বাধা হয়ে ছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। প্রতিপক্ষ ড্রেসিংরুমে থাকা কোচ সাকলায়েন মুশতাকও তার বোলিংয়ে মুগ্ধ।

বাংলাদেশের এ স্পিনারকে মনে ধরেছে পাকিস্তানি কিংবদন্তির। পঞ্চম দিনের খেলা শুরুর আগে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপে সাকলায়েন প্রশংসা করেন তাইজুলের, 'তাইজুলকে আমার বেশ ভালো লেগেছে। সে আক্রমণ করেছে, ব্যাটসম্যানদের সুযোগ দেয়নি। আলগা বল দেয়নি, এমনকি প্রান্ত বদলের সুযোগও দিচ্ছিল না। ওর নিয়ন্ত্রণ সত্যিই আমার মনে ধরেছে।’

পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সর্বাধিক উইকেট ও সেরা বোলিংয়ের দুটি রেকর্ড এখন তাইজুলের দখলে। তিন টেস্টে তাইজুল পাকিস্তানের বিপক্ষে পেলেন ২০ উইকেট। মোহাম্মদ রফিক পেয়েছিলেন ১৭ উইকেট। এছাড়া ২০১১ সালে ঢাকায় সাকিব ৮২ রানে পেয়েছিলেন ৬ উইকেট। সাগরপারের স্টেডিয়ামে তাইজুল প্রথম ইনিংসে ১১৬ রানে পান ৭ উইকেট। পাক্কা দশ বছর পর সাকিবকে পেছনে ফেলেন তাইজুল।

তার আরো উন্নতির পথ বাতলে দিয়েছেন সাকলায়েন, 'তবে আমি বলব ওকে আরো ভালো করতে হলে বৈচিত্র্য যোগ করতে হবে। বৈচিত্র্য তাকে বাড়তি মাত্রা দেবে। আরো ওভারস্পিন ওকে সহায়তা করবে। তার টেম্পারমেন্ট, তার ধৈর্য খুবই ভালো লাগার মতো। নিয়ন্ত্রণটাই ওর শক্তি।'

চট্টগ্রাম/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়