ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রশিদ খান, রাহুল ও হার্দিক পান্ডিয়াকে রাখেনি তাদের ফ্র্যাঞ্চাইজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৭, ১ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৭:৩৯, ১ ডিসেম্বর ২০২১
রশিদ খান, রাহুল ও হার্দিক পান্ডিয়াকে রাখেনি তাদের ফ্র্যাঞ্চাইজি

আইপিএলে মঙ্গলবার (৩০ নভেম্বর) ছিল খেলোয়াড় ধরে রাখার শেষ দিন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি যেসব খেলোয়াড় ছেড়ে দিয়েছেন তাদের মধ্যে বড় তারকাদের তালিকায় আছেন রশিদ খান, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া।

লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব কিংস। মায়াঙ্ক আগারওয়ালকে ১৪ কোটি রূপিতে ধরে রাখতে গিয়ে রাহুলকে ছাড়তে হয়েছে পাঞ্জাবকে। আইপিএলে গেল চার মৌসুমে রাহুল যথাক্রমে ৬৫৯, ৫৯৩, ৬৭০ ও ৬২৬ রান করে করেছেন। গুঞ্জন শোনা যাচ্ছে আকাশছোঁয়া পারিশ্রমিকে তিনি যোগ দিতে যাচ্ছেন নতুন দল লক্ষ্নৌতে।

 এদিকে রশিদ খানকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মূলত কেন উইলিয়ামসনের ইচ্ছাতেই আফগান তারকাকে ছেড়ে দিয়েছে অরেঞ্জ আর্মিরা। গুঞ্জন আছে রশিদ খানও যোগ দিতে যাচ্ছেন লক্ষ্নৌতে।

এদিকে হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কেবল হার্দিকই নন, তার ভাই ক্রুনাল পান্ডিয়া ও ইশান কিষানকেও ছেড়ে দিয়েছে মুম্বাই।

এদিকে সুরেশ রায়নাকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে যুজবেন্দ্র চাহালকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএলের আগামী আসরে ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মধ্যে ৮টি দল মঙ্গলবার ৪ জন করে খেলোয়াড়কে ধরে রাখে। বাকিদের ছেড়ে দেয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়