ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুলতান-করাচির ম্যাচ দিয়ে শুরু পাকিস্তান সুপার লিগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১০:৪৮, ৪ ডিসেম্বর ২০২১
মুলতান-করাচির ম্যাচ দিয়ে শুরু পাকিস্তান সুপার লিগ

জানুয়ারির ২৭ তারিখ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের সপ্তম আসর। এদিন করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে মুলতান সুলতানস ও ২০২০ আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস। একইদিন অপর ম্যাচে লড়বে ২০১৯ সালের চ্যাম্পিয়ন কোয়েটা গ্লাডিয়েটরস ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি।

ছয়টি দল নিয়ে ৩২ দিন ধরে চলবে চার-ছক্কার এই ধুন্ধুমার আসর। ম্যাচ হবে মোট ৩৪টি।

২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করাচিতে হবে ১৫টি ম্যাচ। এরপর পিএসএল যাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানে ১০ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পিএসএল। সেখানে হবে আরও ১৫টি ম্যাচ, চারটি প্লে-অফ। ২৭ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার এমনভাবে পিএসএলের সূচি তৈরি করেছে যাতে সবগুলো দল করাচি ও লাহোরে সমান সংখ্যক ম্যাচ খেলতে পারে।

তার আগে ১২ ডিসেম্বর লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে হবে পিএসএল-২০২২ এর ড্রাফট। ১০ ডিসেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড় ধরে রাখার সুযোগ পাবে। এ বছর প্রত্যেকটি দল ৮ জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়