ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউ জিল্যান্ড সফরে যাবেন তো সাকিব?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৯:০৬, ৪ ডিসেম্বর ২০২১
নিউ জিল্যান্ড সফরে যাবেন তো সাকিব?

গুঞ্জন ছিল, সাকিব আল হাসান নিউ জিল্যান্ড সফরে যাবেন না। এজন্য ছুটিও চেয়েছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও নিশ্চিত করলেন, অনানুষ্ঠানিকভাবে সফরে না যাওয়ার কথা বলেছেন বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু বিসিবি সভাপতি তাকে আনুষ্ঠানিক চিঠি দিতে বলেছেন। সঙ্গে যোগ করেছেন, ‘কেন ছুটি চাচ্ছে, এর একটা কারণতো দিতে হবে। তারপর সিদ্ধান্ত।’

বিসিবি সভাপতির এমন ঘোষণার মিনিট দশেক পরই নিউ জিল্যান্ড সফরের দুই টেস্টের জন্য দল ঘোষণা করা হয়। সাকিবকে নিয়েই ঘোষণা করা হয় ১৮ সদস্যের দল। তাই প্রশ্ন উঠছে, সাকিব কি আসলেই নিউ জিল্যান্ড সফরে যাচ্ছেন?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা অ্যাভেইলেভেল সব ক্রিকেটারকে নিউ জিল্যান্ড সফরে নিয়ে যাচ্ছি। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে কোনো ক্রিকেটারকে নিয়ে কোনো অবজেকশন আমরা পাইনি। আমাদের কাছেও এমন কোনো তথ্য আসেনি। এজন্য সেরা ক্রিকেটারদের বাছাই করে আমরা দল সাজিয়েছি।’ 

ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে আসেন। অনুমিতভাবেই সাকিব প্রসঙ্গ তার সামনে আসে। এ ছাড়া বিশ্বকাপ ব্যর্থতা নিয়েও মুখ খুলেন। 

হ্যামস্ট্রিং চোটে বিশ্বকাপের শেষ দুই ম্যাচ খেলা হয়নি সাকিবের। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ও চট্টগ্রাম টেস্টেও ছিলেন না তিনি। ঢাকা টেস্ট দিয়ে সাকিব আবার মাঠে ফিরেছেন। ফিটনেস পরীক্ষায় পাস করেই একাদশে তিনি। আজ প্রথম স্পেলে টানা ১১ ওভার বোলিং করেছেন। এরপর দ্বিতীয় স্পেলে ফিরে এসে করেন ৪ ওভার। সব মিলিয়ে ১৫ ওভারের দিনে ৬ মেডেন দিয়েছেন। রান দিয়েছেন ৩৩।

পাকিস্তান সিরিজ শেষে দম ফেলানোর ফুরসত নেই। পরদিনই ধরতে হবে নিউ জিল্যান্ডের বিমান। এজন্য টেস্ট চলাকালীন স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। কিন্তু নাজমুল হাসান সাকিব নিয়ে ভিন্ন তথ্য দেওয়ায় কিছুটা ধুম্রজাল সৃষ্টি হয়। তিনি বলেছেন, ‘তামিমও নেই (ইনজুরির কারণে)। সাকিবতো কেবল ব্যাটসম্যান না। বোলিংও করতে পারে। সাকিব থাকলে টিম কম্বিনেশনটা ভালো হয়। আর সবার বিকল্প থাকলেও সাকিবের নেই। এটাতো আমি সবসময় বলে আসছি।’

সঙ্গে যোগ করেছেন, ‘আনুষ্ঠানিকভাবে সে কিছু বলেনি, আমাকে খবর দিয়েছে  (নিউ জিল্যান্ড না যাওয়ার ব্যাপারে)। আমি বলেছি না আনুষ্ঠানিকভাবে জানাতে হবে, তারপরে দেখব। দেখি কী ব্যাখ্যা দেয়, কারণ তো একটা দিতে হবে।’

ঢাকা/ইয়াসিন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়