ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টে কোহলির অনন্য ‘হাফ সেঞ্চুরি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৭:৪৪, ৬ ডিসেম্বর ২০২১
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টে কোহলির অনন্য ‘হাফ সেঞ্চুরি’

দুই বছরেরও বেশি সময় ধরে সাদা পোশাকে সেঞ্চুরির দেখা নেই বিরাট কোহলির। কানপুরে বিশ্রামে থাকার পর নিউ জিল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে শেষ টেস্টে ফিরেও খরা কাটাতে পারেননি। কিন্তু নিজেদের টেস্ট ইতিহাসে রেকর্ড ৩৭২ রানে জিতে অনন্য এক কীর্তি গড়লেন ভারতীয় অধিনায়ক।

সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউ জিল্যান্ডকে হারিয়ে সিরিজ ১-০ তে জিতেছে ভারত, কিউইদের টপকে ফিরে পেয়েছে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও। এই ম্যাচে ০ ও ৩৬ রান করেন কোহলি। তবে এটি ছিল টেস্টে তার ৫০তম জয়। প্রথম খেলোয়াড় হিসেবে ক্রিকেটের প্রত্যেক সংস্করণে ৫০টি করে ম্যাচ জিতেছেন কোহলি।

বিসিসিআই এক টুইটে এই খবর জানায়, ‘অভিনন্দন বিরাট কোহলি। প্রথম খেলোয়াড় হিসেবে ক্রিকেটের প্রতি ফরম্যাটে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ জয়।’

২০১১ সাল থেকে ৯৭ ম্যাচ খেলে ৫০তম টেস্ট জিতলেন কোহলি। ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ডানহাতি ব্যাটসম্যান ২০০৮ সাল থেকে ২৫৪ ম্যাচে ১৫৩টি জিতেছেন। আর ২০১০ সাল থেকে ৯৫ টি-টোয়েন্টি খেলে জয় ৫৯টি।

নিউ জিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ১৪০ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল। আর ২৭ রান করতেই বাকি উইকেটগুলো হারায় তারা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়