ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইন্টারের বিপক্ষে বেনজেমা নেই, তবুও রিয়ালের স্বস্তি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৬ ডিসেম্বর ২০২১  
ইন্টারের বিপক্ষে বেনজেমা নেই, তবুও রিয়ালের স্বস্তি

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। ইন্টার মিলানের বিপক্ষে মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে স্যান্টিয়াগো বার্নাব্যুর এই ম্যাচে দলের প্রাণভোমরা করিম বেনজেমাকে পাচ্ছে না স্প্যানিশ জায়ান্টরা। তবে স্বস্তির খবর, মাদ্রিদ ডার্বিতে মাঠে দেখা যেতে পারে এই মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতাকে।

গত শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলে রিয়ালের জয়ের ম্যাচে মাত্র ১৬ মিনিট খেলেন বেনজেমা। পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। সোমবার ফরাসি ফরোয়ার্ডের স্বাস্থ্য পরীক্ষা শেষে জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন ২০ ম্যাচে ১৭ গোল করা এই তারকা।

অবশ্য চোটটা ওতটা গুরুতর নয়। এই সপ্তাহ বিশ্রাম নিলেই সেরে উঠবেন বেনজেমা। আগামী রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচ। এই ডার্বিতে তাকে ফিরে পেতে আশাবাদী রিয়াল। কিন্তু তারা জানে, সব সংশয় দূর করে তাকে দলে নিতে শেষ সময় পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়