ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অ্যাশেজের প্রথম টেস্টের ১২ জনের ইংল্যান্ড দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৩:৫৫, ৭ ডিসেম্বর ২০২১
অ্যাশেজের প্রথম টেস্টের ১২ জনের ইংল্যান্ড দল

অ্যাশেজ সিরিজ শুরুর তিন দিন আগে অস্ট্রেলিয়া প্রথম দুই টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছিল। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগের দিন মঙ্গলবার ১২ জনের দল দিলো ইংল্যান্ড।

চোট না পেলেও দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত করতে জেমস অ্যান্ডারসনকে প্রথম ম্যাচের দলের বাইরে রাখা হয়েছে। ক্রিস ওকস জায়গা পেয়েছেন। তার সঙ্গে সিম বোলার বিভাগে আছেন স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন ও মার্ক উড। ফ্রন্টলাইন স্পিনার জ্যাক লিচ।

১২ জনের দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার জনি বেয়ারস্টো। উইকেটের পেছনে থাকবেন জস বাটলার। অধিনায়ক জো রুটের সঙ্গে ব্যাটিং লাইন আপে সামর্থ্যের প্রমাণ দিবেন হাসিব হামিদ, ররি বার্নস, ওলি পোপ ও ডেভিড মালান।

এই বছর ইংলিশ মৌসুমে বিরতিতে থাকা অলরাউন্ডার বেন স্টোকস ফিরেছেন দলে। বুধবার থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের এই সিরিজ।

ইংল্যান্ড শেষবার গ্যাবায় জিতেছিল ১৯৮৬ সালের নভেম্বরে। স্যার ইয়ান বোথামের ম্যাচ পাল্টে দেওয়া ১৩৮ রানের ইনিংসে সাত উইকেটে স্বাগতিকদের হারায় তারা।

ইংল্যান্ডের ১২ জনের দল: ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, জস বাটলার (উইকেটকিপার), ওলি রবিনসন, মার্ক উড, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়