ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সবার আগে মাঠে ওয়ালটন সেন্ট্রাল জোন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৭ ডিসেম্বর ২০২১  
সবার আগে মাঠে ওয়ালটন সেন্ট্রাল জোন

প্রতিপক্ষ দলগুলো নিজেদের কাজ গুছিয়ে উঠতে পারেনি এখনও। অথচ, বিসিএলে শিরোপার মিশনে থাকা ওয়ালটন সেন্ট্রাল জোন মাঠে নেমে পড়ল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রস্তুতি সেরেছে বিসিএলের দুইবারের চ্যাম্পিয়নরা।

দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করেছেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপুরা। আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে প্রথম শ্রেণির ক্রিকেটের একমাত্র ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিসিএল। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামে ওয়ালটনের মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন।

ম্যাচ শুরু হতে বাকি প্রায় পাঁচ দিন। বিসিবির সূচি অনুযায়ী, ১০ নভেম্বর থেকে শুরু হবে বিসিএলের কার্যক্রম। কিন্তু ওয়ালটন সেন্ট্রাল জোন নিজেদের উদ্যোগেই মাঠে নেমে পড়ল সবার আগে। সোমবার সন্ধ্যায় বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছায় দলটি।

মঙ্গলবার সকালে টিম হোটেলে মিটিং করে বিকেলে প্রস্তুতি শুরু করে। এবারও দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাফরুল এহসান। এছাড়া, জাতীয় দলের সাবেক পেস বোলার সাইফুল ইসলাম সহকারী কোচের দায়িত্ব পালন করবেন।    

ওয়ালটন সেন্ট্রাল জোন: আব্দুল মজিদ, মিজানুর রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সালমান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান পারভেজ, শুভাগত হোম চৌধুরী, জাকের আলী চৌধুরী, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রবিউল ইসলাম, মৃতুঞ্জয় চৌধুরী, হাসান মুরাদ ও নাজমুল ইসলাম অপু।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়