ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোতে কে কার মুখোমুখি হতে পারে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ৯ ডিসেম্বর ২০২১  
চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোতে কে কার মুখোমুখি হতে পারে?

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র হবে আগামী ১৩ ডিসেম্বর, সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দপ্তরে। ওই দিনই জানা যাবে কে কার মুখোমুখি হচ্ছে?

পিএসজি বনাম ম্যানসিটি এবং লিভারপুল বনাম এসি মিলানের মতো রোমাঞ্চকর ম্যাচগুলো শেষে হচ্ছে নকআউট পর্বের ড্র। শেষ ষোলোতেও অপেক্ষা করছে রোমাঞ্চ। রিয়াল মাদ্রিদ, ম্যানইউ ও চেলসির মতো দলগুলো উঠেছে শেষ ষোলোতে।

দেখে নেওয়া যাক, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হতে পারে?

আট গ্রুপের চ্যাম্পিয়নরা সিডেড দল, আর রানার্সআপরা আনসিডেড। একই গ্রুপে খেলা দলগুলো একে অন্যের মুখোমুখি হবে না, এছাড়া একই অ্যাসোসিয়েশনের দুটি দল একসঙ্গে মাঠে নামবে না। মানে প্রিমিয়ার লিগ কিংবা লা লিগার দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে না।

গ্রুপ                         বিজয়ী (সিডেড)       রানার্সআপ (আনসিডেড)

‘এ’                           ম্যানসিটি                 পিএসজি

‘বি’                           লিভারপুল                অ্যাটলেটিকো মাদ্রিদ

‘সি’                          আয়াক্স                     স্পোর্টিং

‘ডি’                          রিয়াল মাদ্রিদ            ইন্টার

‘ই’                            বায়ার্ন মিউনিখ         বেনফিকা

‘এফ’                        ম্যানইউ                   ভিয়ারিয়াল/আটালান্টা

‘জি’                         লিঁল                          রেড বুল সলসবুর্গ

‘এইচ’                       জুভেন্টাস                চেলসি

ম্যানইউর সম্ভাব্য প্রতিপক্ষ

ম্যানইউ কোনো প্রিমিয়ার লিগ ক্লাবের মুখোমুখি হবে না। এমনকি গ্রুপ বিজয়ী বায়ার্ন, আয়াক্স, রিয়াল, লিঁল কিংবা জুভেন্টাসকেও সামনে পাবে না। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ পিএসজি, অ্যাটলেটিকো, স্পোর্টিং, ইন্টার, বেনফিকা অথবা রেড বুল সলসবুর্গ।

চেলসির সম্ভাব্য প্রতিপক্ষ

গ্রুপ রানার্সআপ হওয়ার কারণে ব্লুদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন, আয়াক্স, রিয়াল কিংবা লিঁল।

লিভারপুলের সম্ভাব্য প্রতিপক্ষ

গ্রুপ জয়ী হওয়ায় লিভারপুলের ম্যাচ পড়তে পারে পিএসজি, স্পোর্টিং, ইন্টার, বেনফিকা, সলসবুর্গ অথবা ভিয়ারিয়াল-আটালান্টার ম্যাচ জয়ীর সঙ্গে।

ম্যানসিটির সম্ভাব্য প্রতিপক্ষ

গ্রুপ জয়ী হিসেবে ম্যানসিটিকে মোকাবিলা করতে হতে পারে স্পোর্টিং, ইন্টার, অ্যাটলেটিকো, বেনফিকা, সলসবুর্গ কিংবা ভিয়ারিয়াল-আটালান্টার ম্যাচ জয়ীর সঙ্গে।

রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ

রিয়াল মাদ্রিদ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের প্রতিপক্ষ হতে পারে পিএসজি, স্পোর্টিং, বেনফিকা, সলসবুর্গ, চেলসি কিংবা আটালান্টা-ভিয়ারিয়াল ম্যাচ জয়ীর সঙ্গে।

পিএসজির সম্ভাব্য প্রতিপক্ষ

গ্রুপের রানার্সআপ পিএসজি। ফরাসি জায়ান্টদের সামনে পড়তে পারে লিভারপুল, আয়াক্স, রিয়াল, বায়ার্ন, ম্যানইউ কিংবা জুভেন্টাস।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়