ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্টোকসের হাঁটুর চোটে ইংল্যান্ডের উদ্বেগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ৯ ডিসেম্বর ২০২১  
স্টোকসের হাঁটুর চোটে ইংল্যান্ডের উদ্বেগ

মানসিক স্বাস্থ্যের কথা ভেবে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বেন স্টোকস। অ্যাশেজ সিরিজ দিয়ে মাঠে ফিরেই চোট পেলেন তিনি। গ্যাবায় দ্বিতীয় দিন হাঁটুতে ব্যথা পান ইংল্যান্ডের অলরাউন্ডার। ইংল্যান্ডের মেডিক্যাল স্টাফরা তাকে পর্যবেক্ষণের পর রাতেই জানিয়ে দিবেন তৃতীয় দিন তিনি মাঠে নামতে পারবেন কি না।

২৯তম ওভারে বাউন্ডারির দিকে ছুটতে থাকা একটি বল তাড়া করতে গিয়ে চোট পান স্টোকস। দিনের বাকি সময় তাকে অস্বস্তির মধ্যে থাকতে দেখা গেছে। প্রথম স্পেলে তিন ওভার করার পর লাঞ্চের আগে আর দুই ওভার বল করেন। বাকি দুই সেশনে আর চারটির বেশি ওভার করতে পারেননি তিনি।

টানা দুই বলে ওয়ার্নার ও ক্যামেরন গ্রিনসহ তিন উইকেট নেওয়া ওলি রবিনসন শেষ সেশন চলাকালে মাঠ থেকে উঠে যান। দ্বিতীয় নতুন বল আর হাতে নেননি। ইংল্যান্ড বোলিং কোচ জন লুইস বলেছেন, তিনি ইনজুরি আক্রান্ত হননি।

লুইস সংবাদমাধ্যমকে জানান, ‘আজ মাঠে বেন আহত হয়েছেন তাই পূর্ণ গতিতে দিনের শেষ ভাগে বল করতে পারেননি। আশা করি রাতের মধ্যে তাকে আমাদের মেডিক্যাল স্টাফরা পর্যবেক্ষণ করবেন এবং দেখবেন কী অবস্থা। তিনি ছাড়া অন্যরা ভালো আছেন।’  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়