ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরের আইপিএল ভারতে আয়োজনের আশা সৌরভের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১২ ডিসেম্বর ২০২১  
পরের আইপিএল ভারতে আয়োজনের আশা সৌরভের

করোনাভাইরাস মহামারির পর থেকে পেশাদার ক্রিকেটের দৃশ্যপট পাল্টে গেছে। বেশ কয়েকটি বড় ক্রিকেট সিরিজ ও টুর্নামেন্ট বাতিল ও স্থগিত হয়েছে। ভারতের ক্রিকেটেও পড়েছিল তার ক্ষতিকর প্রভাব। ২০২০ সালের আইপিএল আয়োজন করতে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। পরের বছর সবশেষ প্রতিযোগিতার অর্ধেক অংশও সরিয়ে আমিরাতে নিতে বাধ্য হয়। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের বদলে আয়োজিত হয় সেখানে।

মহামারিতে ভারতীয় ক্রিকেটকে চড়া মাশুল দিতে হলেও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বিশ্বাস, খারাপ সময় শেষ এবং আসন্ন ইভেন্টগুলো আয়োজনে ভারত বাধার সম্মুখীন হবে না।

ভারতীয় সংবাদমাধ্যমকে সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি আমরা এটা অতিক্রম করেছি এবং বাজে সময় শেষ। আশাবাদী, আগামী বছর আইপিএল আমরা ভারতে ফেরাতে পারব কারণ এটি ভারতের টুর্নামেন্ট এবং যখন ভারতে খেলা হয় তখন এর আবহ থাকে আলাদা। আন্তর্জাতিক ক্রিকেট চালু আছে। আমরা নিউ জিল্যান্ডকে ঘরের মাঠে খেলেছি। দক্ষিণ আফ্রিকায় যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাও খেলবে। আমি মনে করি বাজে সময় শেষ।’

নতুন কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাব নিয়ে কোনো আশঙ্কা প্রকাশ করলেন না সৌরভ, ‘এখন পর্যন্ত (আতঙ্কিত) নই। আমরা সময় হলে পরিস্থিতি মূল্যায়ন করব, দেখব কী হয়।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়