ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রিয়ালের বিপক্ষে পিএসজির জন্য জীবন দিতে তৈরি রামোস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৪ ডিসেম্বর ২০২১  
রিয়ালের বিপক্ষে পিএসজির জন্য জীবন দিতে তৈরি রামোস

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্রয়ে পিএসজির প্রতিপক্ষ ম্যানইউ চূড়ান্ত হওয়ার পর লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ উত্তেজনা ছড়িয়েছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে নতুন ড্রয়ে নিশ্চিত হয়, দুজনই আবার ফিরছেন স্পেনে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদে মুখোমুখি হওয়ার বিষয়টি।

নতুন ড্রয়ে রিয়ালের সঙ্গে চূড়ান্ত হয়েছে পিএসজির লড়াই, সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ বছরের সম্পর্ক চুকিয়ে যেখানে গেছেন রামোস। পেশির দীর্ঘদিনের চোটের কারণে ফরাসি জায়ান্টদের হয়ে মাত্র এক ম্যাচ খেললেও আগামী ফেব্রুয়ারির মধ্যে পুরো ফিটনেস ফিরে পাবেন তিনি, আশা করা যায়।

যে ক্লাবে এক যুগেরও বেশি সময় কাটিয়েছেন, জিতেছেন পাঁচটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তাদের বিপক্ষেই এবার পিএসজিকে রক্ষা করার দায়িত্ব থাকবে স্প্যানিশ সেন্টার ব্যাকের। নিজের আনুগত্য প্রকাশ করে রামোস বললেন, ‘রিয়াল মাদ্রিদের জন্য আমার স্নেহ ও ভালোবাসার কথা সবাই জানে। এখন পিএসজিকে রক্ষা করার পালা এবং তা করতে আমি সম্ভাব্য সব কিছু করব। এই দল আমার ওপর বাজি ধরেছে। আমি পিএসজির জন্য মরতে যাচ্ছি।’

তবে রিয়ালের সঙ্গে মুখোমুখি দেখা হোক, তা চাননি রামোস, ‘এই মুখোমুখি (রিয়ালের সঙ্গে) না হলেই ভালো হতো। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরাটা আনন্দের (কারণ) কোভিড বিধিনিষেধের কারণে আমি ভালোভাবে বিদায় নিতে পারিনি।’

আগামী ১৫ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালকে স্বাগত জানাবে পিএসজি। ১০ মার্চ বার্নাব্যুতে হবে দ্বিতীয় লেগ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়