ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভলিবল চ্যালেঞ্জ কাপের শেষ ম্যাচ জিতলো বাংলাদেশ নারী দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ২৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ২৩:০৫, ২৭ ডিসেম্বর ২০২১
ভলিবল চ্যালেঞ্জ কাপের শেষ ম্যাচ জিতলো বাংলাদেশ নারী দল

বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপ- ২০২১ এর লিগ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল।

সোমবার (২৭ ডিসেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-২ সেটে জিতে পঞ্চম স্থান পেয়েছে বাংলাদেশ। টানা চার হারের পর জয় দিয়ে এ আসর শেষ করল মেয়েরা।
 
এদিন মালদ্বীপের কাছে প্রথম সেটে ২৫-১৭ পয়েন্টে হারের পর দুই সেট বাংলাদেশ জিতে নেয় ২৫-২৩ ও ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটে মেয়েরা ফের হেরে বসে ২৩-২৫ পয়েন্টে। পঞ্চম সেটে জমজমাট লড়াইয়ের পর বাংলাদেশ জিতে নেয় ১৭-১৫ পয়েন্টে।

এর আগে উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হারের পর উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নেপালের কাছে ৩-০ সেটে এবং চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে হার মানে নারী দল।

মালদ্বীপের বিপক্ষে জয়ের পর নারী ভলিবল দলের কোচ মফিজুল ইসলাম বলেন, ‘আমরা অনুশীলনে খুব মনোযোগী ছিলাম। মেয়েরা তাদের সেরাটা দিয়েছে। তাদের পারফরম্যান্সে আমি খুশি। এখন সামনের দিনগুলোতে এই অনুশীলনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের।’

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমরা মালদ্বীপের বিপক্ষে এই প্রথম জয় পেয়েছি। এটা দলীয় সমন্বয়ের ফলেই পেয়েছি। এই জয়কে ধরে রাখতে হলে আমাদের দীর্ঘমেয়াদী ট্রেনিং দরকার। পঞ্চম সেটে আমরা কিছুটা স্নায়ুর চাপে পড়ে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলাতে পেরেছি।’

বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপের ফাইনালে উঠেছে নেপাল ও উজবেকিস্তান। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। আর সকাল ৯টা ৩০ মিনিটে স্থান নির্ধারণী ম্যাচে লড়বে কিরগিজস্তান ও শ্রীলঙ্কা।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ এর টাইটেল স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়