ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে রমিজ রাজার অভিনব প্রস্তাব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ১২ জানুয়ারি ২০২২   আপডেট: ১০:০২, ১২ জানুয়ারি ২০২২
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে রমিজ রাজার অভিনব প্রস্তাব

সবশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এরপর গেল ৯ বছরেও আর হয়নি ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। সহসা হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা ভারত-পাকিস্তানের নিয়মিত সিরিজ আয়োজনে মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু রাজনৈতিক কারণে তার প্রস্তাবে তো সাড়া দিবে না ভারত। তাই অভিনব প্রস্তাব নিয়ে আগাচ্ছেন তিনি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পরবর্তী বৈঠকে তিনি আইসিসিসি ও এসিসি’র ইভেন্ট ও এফটিপি’র বাইরে গিয়ে ভারত-পাকিস্তানসহ চারটি দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিবেন। তাহলে বাকি দুটি দল কারা হবে? রমিজ রাজাদের পছন্দের তালিকায় রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অর্থাৎ ভারত-পাকিস্তান যাতে নিয়মিত মুখোমুখি হবে পারে সেজন্য চারটি দল নিয়ে তিনি নিরপেক্ষ ভেন্যুতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পক্ষে।

এখ দেখার বিষয় আইসিসি তার এমন প্রস্তাবে কেমন সাড়া দেয়।

অবশ্য দ্বিপাক্ষিক সিরিজ না হলেও এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরে নিয়মিত দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। তাছাড়া প্রতি বছরই থাকছে এ ধরনের বহুজাতিক টুর্নামেন্টগুলো। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। সেখানে ভারতকে প্রথমবারের মতো বিশ্বকাপে হারায় পাকিস্তান। তাও আবার ১০ উইকেটের ব্যবধানে।

সবশেষ ২০১২-১৩ মৌসুমে দ্বিপাক্ষিক সিরিজে ভারত সফর করেছিল পাকিস্তান। ওই সফরে ২টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলেছিল দল দুটি। টি-টোয়েন্টি সিরিজ ১-১ এর সমতায় শেষ হয়েছিল। আর ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতেছিল ২-১ ব্যবধানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়