ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেসিকে নিয়ে পিএসজিকে সুখবর দিলো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৮ জানুয়ারি ২০২২  
মেসিকে নিয়ে পিএসজিকে সুখবর দিলো আর্জেন্টিনা

স্বস্তির বাতাস বয়ে গেল প্যারিস সেন্ট জার্মেইর ক্যাম্পে। ফরাসি জায়ান্টরা চাইছিল, লিওনেল মেসিকে বিশ্রামের সুযোগ দিতে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে তাকে যেন আর্জেন্টিনা দলে না রাখে। ফরাসি ক্লাবের ইচ্ছা পূরণ হয়েছে। চিলি ও কলিম্বয়ার বিপক্ষে সাবেক বার্সা ফরোয়ার্ডকে ছাড়াই দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।

এরই মধ্যে কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই পরের দুটি ম্যাচে মেসিকে রাখার খুব প্রয়োজনবোধ করছে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাছাড়া ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে না রাখতে সরাসরি এএফএকে আবেদন করেছিল পিএসজি।

চলতি মৌসুমের শুরুর দিকটা মেসির কেটেছে ইনজুরিতে। গত মাসে আক্রান্ত হন করোনাভাইরাসে। সুস্থ হয়ে উঠলেও ফিটনেস ফিরে পাওয়ার লড়াই করে যাচ্ছেন। তাকে ১৫ ফেব্রুয়ারির ম্যাচের জন্য প্রস্তুত দেখতে চায় পিএসজি। ওই দিন চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

আগামী ২৭ জানুয়ারি চিলির মাঠে খেলবে আর্জেন্টিনা। তারপর ১ ফেব্রুয়ারি কলম্বিয়াকে স্বাগত জানাবে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়