ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অধিনায়কত্ব কারো জন্মগত অধিকার নয়: গম্ভীর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৮ জানুয়ারি ২০২২  
অধিনায়কত্ব কারো জন্মগত অধিকার নয়: গম্ভীর

ব্যাটিংয়ে বেশি মনোনিবেশ করতেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। তারপর হারান ওয়ানডে দলের অধিনায়কত্ব। আচমকা টেস্টের অধিনায়ক হিসেবে পদত্যাগ করার ব্যাখ্যা দিতে গিয়েও বলেন, তার সব মনোযোগ ব্যাটিংয়ে দিতেই এই সিদ্ধান্ত। সাবেক ওপেনার গৌতম গম্ভীরও এই পরামর্শ দিলেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যানকে এবং তার মতে, এখন রান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোহলির জন্য।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘আপনি আরো কী দেখতে চান? আমি জানি না। আমি মনে করি অধিনায়কত্ব কারো জন্মগত অধিকার নয়। এমএস ধোনির মতো লোকেরা তাদের অধিনায়কত্বের ব্যাটন বিরাট কোহলিকে দিয়েছে। এমনকি বিরাট কোহলির অধীনেও খেলেছে। সে জিতেছে তিনটি আইসিসি ট্রফি, তিন কি চারটি আইপিএল ট্রফিও।’

দক্ষিণ আফ্রিকায় ২-১ এ তিন ম্যাচের টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। এখন দলে তার ভূমিকা কী হবে সেই প্রসঙ্গে গম্ভীর বলেছেন, ‘আমি মনে করি বিরাট কোহলির এখন উচিত রান করায় মন দেওয়া এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আপনি ভারতের জন্য খেলার স্ব্প্ন দেখেন, তখনই অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন না, আপনি স্বপ্ন দেখেন ভারতের জন্য ম্যাচ জেতার এবং কিছুই পাল্টায়নি।’

তিনি আরো বলেছেন, ‘শুধু আপনি টস করতে পারবেন না এবং মাঠে ফিল্ডারদের পজিশন সাজাতে পারবেন না। কিন্তু শক্তি ও তীব্রতা থাকতে হবে একই রকম, কারণ দেশের জন্য খেলাটা সম্মানের।’

১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। রোহিত শর্মার অনুপস্থিতিতে কোহলি খেলবেন ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলের অধীনে।  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়