ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিবিএলে ডাবল হ্যাটট্রিকে বয়েসের ইতিহাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৯ জানুয়ারি ২০২২  
বিবিএলে ডাবল হ্যাটট্রিকে বয়েসের ইতিহাস

বিগ ব্যাশ লিগের ইতিহাসে প্রথম ডাবল হ্যাটট্রিকের কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্যামেরন বয়েস।

বুধবার মেলবোর্নে সিডনি থান্ডারের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের হয়ে এই ইতিহাস গড়েন বয়েস। দুই ওভার মিলিয়ে এই অভূতপূর্ব অর্জনে নাম লিখেছেন তিনি।

সপ্তম ওভারের শেষ বলে সিডনির ওপেনার অ্যালেক্স হেলসকে আউট করেন বয়েস। নবম ওভারে বল হাতে ফিরে প্রথমেই জ্যাসন সানঘাকে স্টাম্পিং করেন। পরের বলে অ্যালেক্স রস রিভার্স সুইপ খেলার চেষ্টা করতে গিয়ে এলবিডাব্লিউ হন, হ্যাটট্রিক করেন বয়েস।

নাটকের শেষ এখানেই নয়, অজি লেগস্পিনার ড্যানিয়েল স্যামসকে এলবিডাব্লিউ করে চার বলে ৪ উইকেট নেন এবং ডাবল হ্যাটট্রিক করেন।

বিবিএল টুইট করেছে, ‘আমরা এখনো বিশ্বাস করতে পারছি না এটা ঘটেছে। ক্যামেরন বয়েসের কাছ থেকে ডাবল হ্যাটট্রিক।’

অস্ট্রেলিয়ার হয়ে ৭ টি-টোয়েন্টি খেলা বয়েস আরেকটি উইকেট পান। তাতে তার বোলিং ফিগার দাঁড়ায় ঈর্ষণীয়, ২১ রানে ৫ উইকেট। তার দারুণ বোলিংয়ে ৮ উইকেটে ১৭০ রানে থামে সিডনি। কিন্তু শেষ বলের নাটকীয়তায় মাত্র এক রানে হেরে যায় মেলবোর্ন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়