ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টেস্টেও রোহিতের কাঁধে ভারতকে দেখছেন পিটারসেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২১ জানুয়ারি ২০২২  
টেস্টেও রোহিতের কাঁধে ভারতকে দেখছেন পিটারসেন

দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের ২৪ ঘণ্টার মধ্যে বিরাট কোহলি আচমকা অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। তাতে করে যে কোনো ফরম্যাটের ভারতীয় দলে একজন সাধারণ খেলোয়াড় হিসেবে তাকে খেলতে হবে। কিন্তু এখনো তার উত্তরসূরি নির্বাচিত হননি। কে হচ্ছেন পরের অধিনায়ক, তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের মতে, সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টেও রোহিত হতে যাচ্ছেন দলনেতা।

সবার আগে কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছিলেন। তারপর সাদা বলের ক্রিকেটে বিসিসিআই ‘এক অধিনায়ক’ নীতিতে গেলে ওয়ানডেতে অধিনায়কত্ব হারান ডানহাতি ব্যাটসম্যান। দুই ফরম্যাটেরই অধিনায়ক করা হয় রোহিতকে। টেস্টেও তিনি সহঅধিনায়ক। সেই হিসেবে লাল বলের ক্রিকেটে তার কাঁধেই ওঠার কথা গোটা ভারতের দায়িত্ব। কিন্তু একসঙ্গে তিন ফরম্যাটে তাকে নেতৃত্ব দেওয়া নিয়ে দ্বিধায় বোর্ড। লোকেশ রাহুল ও রবিচন্দ্রন অশ্বিনের নাম শোনা যাচ্ছে বেশি করে, এছাড়া দৌড়ে আছেন ঋষভ পান্ত।

তবে পিটারসেনের মতে, ভারতের টেস্ট অধিনায়কত্বের জন্য সেরা পছন্দ হতে পারেন। অধিনায়ক হওয়ার দৌড়ে ডানহাতি ওপেনারকে কেউ হারাতে পারবে না বিশ্বাস পিটারসেনের, ‘ভারতের জন্য সেরা টেস্ট অধিনায়ক হতে যাচ্ছে রোহিত শর্মা। তার নেতৃত্বগুণ অনেক ভালো এবং তার নামের পাশে আছে পাঁচটি আইপিএল ট্রফি। তাই টেস্ট অধিনায়কত্বের দৌড়ে তাকে কেউ হারাতে পারবে না বলে আমার ধারণা।’

কোহলিকে ‘ভালো অধিনায়ক’ আখ্যা দিয়ে পিটারসেন বলেন, তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত এবং এতে কারো নাক গলানো উচিত নয়। তার বক্তব্য, ‘বিরাট কোহলি ছিল ভালো অধিনায়ক। কিন্তু যদি সে চলে যেতে চায় তাহলে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারো এতে হস্তক্ষেপ করা উচিত নয়।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়