ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কোহলির লজ্জার রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২১ জানুয়ারি ২০২২  
কোহলির লজ্জার রেকর্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫১ রানের ইনিংস খেলার পথে বিদেশের মাটিতে রান করার দিক দিয়ে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গিয়েছিলেন কোহলি। তবে পরের ম্যাচেই ডাক মেরেছেন তিনি। গড়েছেন লজ্জার রেকর্ডও।

কেশব মহারাজের করা ত্রয়োদশ ওভারের চতুর্থ বলে টেম্বা বাভুমার হাতে ক্যাচ দিয়ে শূন্যরানে আউট হন তিনি। এই প্রথম তিনি কোনও স্পিনারের বলে শূন্যরানে আউট হলেন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক স্পিনারকে খেললেও কখনও ডাক মারেননি।

এ নিয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৪ বার শূন্যরানে আউট হলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। তাও প্রায় দুই বছর পর। এর আগে সবশেষ ২০১৯ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার শূন্যরানে আউট হয়েছিলেন সদ্য টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো কোহলি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়