ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইপিএল নিলামে নামই লেখাননি গেইল-স্টার্ক-স্টোকসরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২২ জানুয়ারি ২০২২  
আইপিএল নিলামে নামই লেখাননি গেইল-স্টার্ক-স্টোকসরা

আগামী মাসের ১২ ও ১৩ তারিখ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ২০২২ আইপিএলের নিলাম। এই নিলামে অংশ নেওয়ার জন্য ক্রিকেট বিশ্বের ১ হাজার ২১৪ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন। তার মধ্যে তার মধ্যে ৮৯৬ জন ভারতীয় ক্রিকেটার। আর ৩১৮ জন বিদেশি।

তবে বিদেশিদের মধ্যে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নানা কারণে এবার নিলামের জন্য নাম লেখাননি। তারা হলেন টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ইংল্যান্ডের বেন স্টোকস, জো রুট, স্যাম কারান, জোফরা আর্চার ও ক্রিস ওকস।

মিচেল স্টার্ক আইপিএল এবারের আসরে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নাম নিবন্ধন করেননি। অন্যদিকে ইংল্যান্ডের বেন স্টোকস অ্যাশেজ সিরিজ খেলে ক্লান্তি কাটানোর জন্য আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেন। আগের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা স্যাম কারান অজানা কারণে এবার নিলামেই নাম নিবন্ধন করেননি।

গেল বছর ইনজুরির কারণে আইপিএল খেলতে পারেননি আর্চার। ইনজুরির ভয়েই হয়তো এবার তিনি নিলামেই অংশ নিতে আগ্রহ দেখাননি।

আইপিএলের নিয়মিত মুখ গেইলের অনুপস্থিতি বিস্মিত করেছে ক্রিকেটপ্রেমীদের। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের এই ফেরিওয়ালা হয়তো বয়সের কারণেই এবার আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

তাদের মতো ৪৯ জন তারকা ক্রিকেটার এবারের নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে আছেন।

তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ, ক্রিস লিন, অ্যালেক্স হেলস, দাওয়িদ মালান, জিমি নিশাম, টিম সাউদি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন উথাপ্পা, ভুবনেশ্বর কুমার, ইশান কিষাণ, ক্রুনাল পান্ডিয়া ও উমেশ যাদব।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়