ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঘরের মাঠে উইন্ডিজে ধরাশায়ী ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৩ জানুয়ারি ২০২২  
ঘরের মাঠে উইন্ডিজে ধরাশায়ী ইংল্যান্ড

অ্যাশেজ সিরিজের বাজে পারফরম্যান্স যেন পিছু ছাড়ছে না ইংল্যান্ডের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। তাতে প্রথম ম্যাচেই হার মেনেছে ৯ উইকেটে।

ব্রিজটাউনে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ড ১৯.৩ ওভারে অলআউট হয় ১০৩ রানে। ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দেন উইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার। তিনি ৩.৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। যা টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা বোলিং। শেল্ডন কটরেল নিয়েছেন ২ উইকেট।

টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড ১০ রান তুলতেই তারা হারিয়ে বসে ৩ উইকেট। তার মধ্যে ২টিই নেন হোল্ডার। ৪৯ রানেই হারিয়ে বসে ৭টি উইকেট। শেষ দিকে ক্রিস জর্ডান ও আদিল রশিদের ব্যাটে ভর করে শতরান পার করে স্বাগতিকরা।

জর্ডন ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন আদিল রশিদ। আর অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট থেকে আসে ১৭ রান। ১৪টি রান করেন জেমস ভিন্স। বাকিদের কেউ দুই অঙ্কের কোটার কাছেও যেতে পারেননি।

১০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলেন উইন্ডিজের ব্রান্ডন কিং ও শেই হোপ। ২ চারে ২০ রান করে হোপ আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কিং। তিনি ৪৯ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৫২ রান করেন। তার সঙ্গে ২৯ বলে ২ চারে ২৭ করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান।

ম্যাচসেরা হন জেসন হোল্ডার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়