ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘এটা আমাদের ক্রিকেট নয়, আমরা এর চেয়ে ভালো দল’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২৪ জানুয়ারি ২০২২  
‘এটা আমাদের ক্রিকেট নয়, আমরা এর চেয়ে ভালো দল’

প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে কোনো রকমে জিতলেও দ্বিতীয় ম্যাচে আজ ঢাকার কাছে ভরাডুবি হয়েছে ফরচুন বরিশালের। দুই ম্যাচেই ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভুগেছে সাকিবের দল। ক্রিস গেইলকে নিয়ে নেমেও ১২৯ রানে থেমে যায় তারা। সেই লক্ষ্য ঢাকা ছুঁয়ে ফেলে মাহমুদউল্লাহর অধিনায়কোচিত ইনিংসে।

দল হারায় বেশ হতাশ বরিশালের কোচ খালেদ মাহমুদ। তার দাবি, দুই ম্যাচে ব্যাটসম্যানরা ৬০ ভাগও দিতে পারেনি।’ তার বিশ্বাস, দ্রুতই বাউন্সব্যাক করবে ব্যাটসম্যানরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে খালেদ মাহমুদ বলেছেন, ‘জয়ের জন্য যতটা রান দরকার, আমরা সেটা করতে পারিনি। এই ফরম্যাটে উপর থেকে (টপ অর্ডার) রান না হলে খুব কঠিন হয়ে যায়। যখন উইকেট পড়ে যায়, তখন ওই স্বাধীনতা থাকে না শটস খেলার। আমার মনে হয় উইকেট আজকে ভালো ছিল। আমরা ভালো বাস্তবায়ন করতে পারিনি। আমার মনে হয় ১২৯ রান হয়তো আপনি জিততে পারেন, এক্সট্রা অর্ডিনারি বোলিং করে। রানটা খুব কম হয়ে গেছে। এখানে ১৫০-১৬০ রান আমার মনে হয় করা উচিৎ ছিল। আমার মনে হয় আমাদের ব্যাটিং ব্যর্থতা।’

শুরুর দিকে সৈকত, শান্ত, তৌহিদরা রান তুলতে পারেননি। ভালো করেননি সোহান, জিয়ারাও। সাকিবের ১৯ বলে ২৩, ক্রিস গেইলের ৩০ বলে ৩৬ এবং শেষ দিকে ডোয়াইন ব্রাভোর ২৬ বলে ৩৩ রানে লড়াকু পুঁজি পায় বরিশাল। ব্যাটসম্যানদের আউটের ধরণে হতাশ খালেদ মাহমুদ, ‘বেশিরভাগই গিফটেড উইকেট, ভেরি সফট ডিসমিসাল। টপ অর্ডরে আরও একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করার প্রয়োজন ছিল। হয়নি আসলে। আমি মনে করি এটা আমাদের ক্রিকেট নয়। আমরা এর চেয়ে ভালো দল। ব্যাটিংয়ে আমি মনে করি না এখনো আমরা সেরাটা দিয়েছি। এক ম্যাচে আমরা ১২৫ রান চেজ করেছি, সেটাও আমাদের জন্য কঠিন হয়ে উঠেছিল। আমাদের ব্যাটিংয়ের ৬০ ভাগও আমরা দিতে পারিনি।’

খালেদ মাহমুদ ব্যাটসম্যানদের দিকে আঙুল তুললেও সাকিব দোষ দিচ্ছেন উইকেটকেই। পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছে, ‘আমার মনে হয় আমরা ব্যাট হাতে ভালো করেছি। দ্বিতীয় ভাগে উইকেট কিছুটা ভালো ছিল। আমার ধারণা ১০ রান বেশি হলে ভালো হতো আমাদের জন্য। ১০ রানে ৪ উইকেট তুলে নেয়ার পর ম্যাচটি আমাদের জেতা প্রয়োজন ছিল।'

'দিনের ম্যাচগুলোতে সাধারণত রান কম হচ্ছে। দিনে হওয়া তিনটি ম্যাচেই দেখতে পেয়েছি লো স্কোরিং। এজন্য আমরা আমাদের ব্যাটারদের দিকে আঙুল তুলতে পারি না। রাতের খেলাগুলোতে বড় স্কোর হচ্ছে। আগামীকাল রাতে আমাদের ম্যাচ আছে। আশা করি আমাদের ব্যাটাররা বড় রান করতে পারবে।’ – যোগ করেন সাকিব।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়