ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে এসে করোনা পজিটিভ ঢাকার ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ২৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৯:০৩, ২৮ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে এসে করোনা পজিটিভ ঢাকার ক্রিকেটার

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর পর এই প্রথম কোনো ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে এসে মিনিস্টার ঢাকার শ্রীলঙ্কার অলরাউন্ডার ইসুরু উদানা করোনা পজিটিভ হয়েছেন। তিনি এখন বিপিএলের মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন। 

গতকাল বৃহস্পতিবার টেস্ট করালে উদানার করোনা পজিটিভ আসে। শুক্রবার (২৮ জানুয়ারি) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মিনিস্টার ঢাকা। 

বিবৃতিতে বলা হয়, ‘মিনিস্টার ঢাকার বাঁহাতি পেসার ইসুরু উদানা করোনা পজিটিভ হয়েছেন। বৃহস্পতিবার তার টেস্ট করা হয়। বিপিএলের নিয়নুযায়ী উদানা এখন আইসোলেশনে। তিনি বিপিএল মেডিকেল টিমের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন।’

উদানার পরিবর্তে ঢাকার একাদশে খেলছেন কায়েস আহমেদ। বিপিএল শুরুর আগে বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। নুরুল হাসান সোহান, সৌম্য সরকাররা আক্রান্ত হওয়ার পর ইতিমধ্যে করোনা মুক্ত হয়ে খেলা শুরু হয়েছেন। 

চট্টগ্রাম/রিয়াদ  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়