ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ২৮ জানুয়ারি ২০২২  
বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে ভারত

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। শিরোপাধারীদের বিপক্ষে লড়াইয়ে আগে ভারতীয় দলে সুসংবাদ। 

পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা। কোভিডের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছিল ভারতীয় দল। কোয়ার্টার ফাইনালে একাদশ গঠন করা যাবে কিনা তা নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। গ্রুপ পর্বের খেলা চলাকালে করোনায় আক্রান্ত হন অধিনায়ক যশ ধুলসহ ৬ ক্রিকেটার। তবে বাংলাদেশের বিপক্ষে নামার আগে তাদের সবার দুইবারের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে।

ম্যাচটা দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে বলেই মাঠে নামতে পারছে ভারত। তবে শেষ পরীক্ষায় দলের স্পিনার নিশান্ত সিন্ধু কোভিড পজিটিভ হয়েছেন। তাকে ছাড়া শনিবার কোয়ার্টার ফাইনাল খেলবে যুব বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়নরা। তার পরিবর্তে খেলবেন লেগ স্পিনার আনিশ্বার গৌতম।

আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, সিন্ধু বাদে ভারতীয় দলে সবাই কোভিড নেগেটিভ হয়েছে। নিজেদের প্রস্তুতির জন্য একদিনের সময় পাচ্ছে তারা। শনিবার পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে ভারত।‘ 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়