ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শততম টেস্ট খেলব, কখনো ভাবিনি: কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ৩ মার্চ ২০২২  
শততম টেস্ট খেলব, কখনো ভাবিনি: কোহলি

টেস্ট নেতৃত্ব ছাড়ার পর এই ফরম্যাটের প্রথম ম্যাচেই দারুণ এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন বিরাট কোহলি। ১২তম ভারতীয় ক্রিকেটার হিসেবে একশ টেস্টের ক্লাবে নাম লিখতে যাচ্ছেন তিনি। ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান জানালেন, তিনি কখনো ভাবেননি এতদূর আসবেন এবং এই অর্জনের খাতায় নাম লিখবেন!

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে মাত্র ৪ ও ১৫ রান করেছিলেন কোহলি। সেখান থেকে এক দশকের লম্বা সফর পেরিয়ে তার সংগ্রহ ৫০.৩৯ গড়ে ৭৯৬২ রান। আর ৩৮ রান করলে পঞ্চম ভারতীয় হিসেবে ৮ হাজার রানের মালিক হবেন।

লাল বলের ক্রিকেটে পথচলা কল্পনার চেয়ে বেশিদূর এগিয়েছে বললেন কোহলি। ৬৮ টেস্টে ৪০ জয়ে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়ক শততম টেস্ট প্রসঙ্গে বললেন, ‘আমি সত্যিই কখনো ভাবিনি যে ১০০ টেস্ট ম্যাচ খেলব। এটা লম্বা সফর। এই ১০০ টেস্ট ম্যাচ খেলার পথে আমরা অনেক ক্রিকেট খেলেছি। কৃতজ্ঞ যে আমি একশতে পৌঁছাতে পেরেছি।’

বিসিসিআইর পোস্ট করা ওই ভিডিওতে কোহলিকে বলতে শোনা যায়, ‘প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট। তার মধ্যেও আমি একশ টেস্ট খেলতে যাচ্ছি, এজন্য আমি এককথায় কৃতজ্ঞ।’

সুনীল গাভাস্কার, দিলিপ ভেংসরকার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দর শেবাগ, হরভজন সিং ও ইশান্ত শর্মার সঙ্গে ১০০ টেস্ট খেলার তালিকায় যুক্ত হচ্ছেন কোহলি। গর্ববোধ করছেন তিনি, ‘সৃষ্টিকর্তার দয়া। আমার ফিটনেসের জন্য আমি সত্যিই খেটেছি। এটা আমার জন্য, আমার পরিবার ও কোচের জন্য বড় একটা মুহূর্ত এবং তারা এই টেস্ট ম্যাচ নিয়ে খুব খুশি ও গর্বিত।’

কোহলির শততম টেস্ট উপভোগ করতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়