ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শততম টেস্টের সংবর্ধনায় আবেগপ্রবণ কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ৪ মার্চ ২০২২   আপডেট: ১৩:২৭, ৪ মার্চ ২০২২
শততম টেস্টের সংবর্ধনায় আবেগপ্রবণ কোহলি

বিসিসিআইর সংবর্ধনায় কোহলি ও আনুশকা

এখন ক্রিকেটের বিভিন্ন প্রতিযোগিতার অভাব নেই। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের খেলা, সঙ্গে আছে ঘরোয়া ক্রিকেট এবং লোভনীয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এত ব্যস্ত সূচির মধ্যেও শততম টেস্ট খেলা কতটা গৌরবের ব্যাপার, সেটাই যেন বোঝালেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

শুক্রবার মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে বিশেষ মাইলফলক ছুঁলেন কোহলি। ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান ১২তম ভারতীয় হিসেবে একশ টেস্ট খেলার কীর্তিতে নাম লিখলেন। ম্যাচ শুরুর আগে তাকে বিসিসিআইর তরফ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। কোচ রাহুল দ্রাবিড় তাকে একটি বিশেষ ক্যাপ ও স্মারক দেন। সঙ্গে ছিলেন কোহলির স্ত্রী আনুশকা শর্মা ও ভাই বিকাশ কোহলি।

দ্রাবিড় বলেন, ‘এটি আমাদের ক্রিকেটে দুর্দান্ত সবকিছুর প্রমাণ... ঘাম, শৃঙ্খলা, সাহস, দক্ষতা, দৃঢ়তা, আকাঙ্ক্ষা, মনোনিবেশ- তোমার সবকিছু ছিল। দারুণ এক সফর ছিল তোমার। শুধু শততম টেস্ট খেলছ বলেই নয়, এই দারুণ পথচলায় যা অর্জন করেছ তার জন্যও গর্বিত হতে পার তুমি। এই চমৎকার অর্জনে তোমাকে ও তোমার পরিবারকে অভিনন্দন। এটার দাবিদার তুমি। আশা করি এটা অনেক কিছুর শুরু। ড্রেসিংরুমে আমরা যেটা বলি, এটা দ্বিগুণ করো।’

কোহলি বলেছেন, ‘এটা আমার জন্য বিশেষ মুহূর্ত। এখানে আমার স্ত্রী আছে, আমার ভাইও। প্রত্যেকে খুব গর্বিত। এটা একটি দলগত খেলা এবং আপনাদের ছাড়া সম্ভব হতো না। বিসিসিআইকেও ধন্যবাদ।’

পরের প্রজন্মের প্রতিও বার্তা দিলেন কোহলি, ‘বর্তমান সময়ে আমরা তিন ফরম্যাট ও আইপিএলে প্রচুর ক্রিকেট খেলি। আমার কাছ থেকে পরের প্রজন্ম যেটা নিতে পারে, তা হলো আমি ক্রিকেটের সবচেয়ে বিশুদ্ধ ফরম্যাটে ১০০টি ম্যাচ খেলেছি।’

কোহলি ৯৯ টেস্টে করেছেন ৭৯৬২ রান। রয়েছে ২৭টি সেঞ্চুরি, প্রথমটি ২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সবশেষ সেঞ্চুরি ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে। তারপর থেকে ১৫ টেস্ট খেললেও তিন অঙ্কের দেখা পাননি। এবার বিশেষ টেস্টে তার সেই সেঞ্চুরি খরা কাটবে প্রত্যাশা ভক্তদের।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়