ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শ্রীলঙ্কাকে শীর্ষস্থান থেকে নামাল ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ৬ মার্চ ২০২২   আপডেট: ১৮:১৯, ৬ মার্চ ২০২২
শ্রীলঙ্কাকে শীর্ষস্থান থেকে নামাল ভারত

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার মোহালি টেস্ট শেষে বিশ্ব চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে পরিবর্তন ঘটল। ইনিংস ও ২২২ রানে লঙ্কানদের হারানোর পাশাপাশি তাদের এক নম্বর থেকে নামাল গতবারের রানার্সআপরা।

চ্যাম্পিয়নশিপের এই চক্রে প্রথম দুই ম্যাচ জিতে ২৪ পয়েন্ট নিয়ে একশ শতাংশ হারে এতদিন শীর্ষে ছিল শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে এসে হেরে গেল তারা, তাতে পয়েন্টের শতাংশও কমে গেল। ৬৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে লঙ্কানরা।

অ্যাশেজে চার জয় ও ১ ড্রয়ে ৫২ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া পয়েন্টের ৮৬.৬৬ শতাংশ হার নিয়ে শীর্ষে উঠে গেছে। চার ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ৭৫ শতাংশ হারে দ্বিতীয় স্থানে পাকিস্তান।

ভারত ১০ ম্যাচে পঞ্চম জয় পেলেও টেবিলে আগের মতোই পাঁচ নম্বরে। ৯ দলের মধ্যে সর্বোচ্চ ৬৫ পয়েন্ট পেলেও ৫৪.১৬ শতাংশ পয়েন্ট তাদের। শতাংশের হারে ৬০ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা।

নিউ জিল্যান্ড (৩৮.৮৮ শতাংশ পয়েন্ট), বাংলাদেশ (২৫ শতাংশ পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজ (২৫ শতাংশ পয়েন্ট) ও ইংল্যান্ড (৯.২৫ শতাংশ পয়েন্ট নিয়ে) যথাক্রমে ছয়, সাত, আট ও নয় নম্বরে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়