ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘এটাই ক্রিকেট, জীবন যার সঙ্গে মানিয়ে নিতে হবে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৯ মার্চ ২০২২   আপডেট: ২২:২০, ৯ মার্চ ২০২২
‘এটাই ক্রিকেট, জীবন যার সঙ্গে মানিয়ে নিতে হবে’

দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন বাঁহাতি ওপেনার। 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ একদমই বাজে গেছে তামিমের। ফজলহক ফারুকি ২২ গজে রীতিমত কঠিন পরীক্ষা নিয়েছেন তার। বাঁহাতি পেসার একটু ভেতরে আসা বল মিস করছেন বারবার। ফুলার লেন্থ বল অন সাইডে খেলতে গিয়ে বারবার বিপদ ডেকে এনেছেন। তিন ম্যাচে আউটের ধরণ, আউটের বল এবং তামিমের ভুল একইরকম। সিরিজের তামিমের রান মাত্র ৩১! 

সেই ভুল শুধরে নিতেই সিডন্সকে নিয়ে আগেভাগে মাঠে তামিম। তবে অফফর্মে আছেন মানতে নারাজ বাংলাদেশের অধিনায়ক।  

‘আমি আমার নিজের পারফরম্যান্সে গর্ব খুঁজে পাই। নিজের ব্যাটিং নিয়ে গর্বিত। যখন আমি রান করি না তখন আমি খারাপ অনুভব করি। মানুষ কি বলছে না বলছে সেটা নিয়ে আলোচনা হবেই। ব্যক্তিগতভাবে আমি অনেকটা সময় হতাশ হই।’ 

‘সাথে সাথে এতোদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার কারণে এটাও শিখতে পেরেছি যে এক সিরিজ, দুই সিরিজ বা তিন সিরিজ আপনি ভালো খেলবেন না। আবার আপনি টানা তিনটা সিরিজ ভালো খেলছেন। আবার এক টানা এক বছর ভালো খেলছেন। এটাই ক্রিকেট, জীবন, এর সঙ্গেই আপনার মানিয়ে নিতে হবে।’ 

‘আমি সব সময় একটা কথা বলি, কেউ যদি তিন, চার, পাঁচ ইনিংসে রান না করে তার ফর্ম চলে যায় না। আবার কেউ যদি ১০ ইনিংসের পর এক ইনিংসে ভালো খেলে সে ফর্মে এসে যায় না। এটার জন্য সময় দিতে হয়।‘ 

‘আমি এতোটুকু বলতে পারি, আমি প্রক্রিয়াগুলো অনুসরণ করবো, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। যখন রান আসবে তখন আসবেই। যখন আসবে না তখন আমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ আমি জানি, যখন আমার সময় আসবে তখন আমি বড় স্কোরই করবো।’ – যোগ করেন তামিম।  

ব্যাট হাতে তামিম খারাপ সময় কাটাচ্ছেন বলা যাবে না মোটেও। আফগানিস্তান সিরিজে আগেই বিপিএলে চারশতাধিক রান করেছেন। পেয়েছেন সেঞ্চুরিও। তবে বাঁহাতি এ ব্যাটসম্যানকে নিয়ে যতবারই আলোচনা হয়েছে ততবারই তিনি ব্যাট হাতে জবাব দিয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকা সফরে কি এমন কিছুই হবে?  

তামিমের সোজাসাপ্টা উত্তর, ‘এখানে বিতর্কের কিছু নেই। আমি যেটা বললাম, যখন আমার সময় আসবে তখন আমি ঠিকই রান পাবো। আমি যদি রান না পাই তাহলে কঠোর পরিশ্রম চালিয়ে যাবো। আমি এর চেয়ে বেশি কিছু করতে চাই না।’ 

‘১৪ বছরে শিখেছি, আগে খারাপ খেললে মানুষজনের সামনে নিজেকে প্রমাণ করতে চাইতাম, ভালো খেললে এটা হবে ওটা হবে। আমার কাছে মনে হয় এটা নেতিবাচক ভাবনা ছিল। আমার কাছে মনে হয় যদি ৩ ম্যাচ ভালো খেলেনি এখন আমি দেখায় দেব তাহলে এটা আপনার জন্য অনেক চাপ তৈরি করবে নিজের প্রতি। এসব চিন্তা না করে আপনি যেটায় ভালো সেটায় চেষ্টা চালিয়ে যান। কোন ভুল যদি করেন সেটা শুধরে নেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন দেখবেন আপনার সময়ে আপনি ঠিকই রান পাচ্ছেন।’ 

‘আমি রান না করলে আমি ওতোটা উদ্বিগ্ন হই না। আমার টিমে যদি অন্য কেউ রান না করে আমি ওইটা নিয়েও উদ্বিগ্ন হই না। কারণ আমি জানি প্রত্যেকে সামর্থবান ক্রিকেটার। যখন তাদের সময় আসবে তারাও রান করবে।'

সিডন্সের সঙ্গে কাজ করে সর্বোচ্চটা পাওয়ার আশায় তামিম, ‘গত দুই দিন ধরে তার সাথে কাজ করছি। আমি সবসময় পছন্দ করি তার সাথে অনুশীলন করা। আমার কাছে মনে হয় তার খেলা বোঝার দক্ষতা খুবই ভালো। সে খুবই সৎ। আমি কোনো ভুল করলে আমাকে বলে, অন্যদেরও বলে। ওর সাথে তো কমফোর্ট জোন অবশ্যই আছে। আমি বিশ্বাস করি, আমার ব্যাটিং উন্নতিতে তার অনেক বড় অবদান ছিল। আমি তাকে খুব হাইলি রেট করি। আমি আশা করি এবার যাওয়ার আগে সে আমাকে অন্তত এখনকার চেয়ে ৫ শতাংশ ভালো জায়গায় নিয়ে যাবে।'

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়