ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মেয়েদের ওয়ানডেতে অনন্য মাইলফলকে ঝুলন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৬ মার্চ ২০২২  
মেয়েদের ওয়ানডেতে অনন্য মাইলফলকে ঝুলন

ইংল্যান্ডের বিপক্ষে মাইলফলক ছোঁন ঝুলন গোস্বামী

অভিজ্ঞ ভারতীয় পেসার ঝুলন গোস্বামী বুধবার (১৬ মার্চ) অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন। মেয়েদের ওয়ানডে ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট পেলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ক্যারিয়ারের ১৯৯তম ওয়ানডে খেলতে নেমে এই কীর্তি গড়েছেন ৩৯ বছর বয়সী পেসার।

মেয়েদের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের টামি বিউমন্টকে প্যাভিলিয়নে পাঠিয়ে এই মাইলফলক ছোঁন ঝুলন। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যাথরিন ফিজপ্যাট্রিক ১৮০ উইকেট নিয়ে শীর্ষ বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে।

এই উইকেটটি নিয়ে ঝুলন ওয়ানডে বিশ্বকাপে এককভাবে শীর্ষ বোলারের আসনে বসলেন। বিশ্বমঞ্চে এখন এই পেসারের উইকেটসংখ্যা ৪০টি।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়