ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভালো লাগে বলেই বারবার চেনা আঙিনায় ফেরা…

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ১৭ মার্চ ২০২২  
ভালো লাগে বলেই বারবার চেনা আঙিনায় ফেরা…

‘এটা তো আমার মূল জায়গা। এখানে এলে সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। এটা তো ভালো লাগার মতো জায়গাও। অনেক দিন পর আসলাম। আর ডিপিএলে হয় কী, অনেক খেলোয়াড় থাকে যারা অন্যান্য টুর্নামেন্টে সুযোগ পায় না তাদের সঙ্গেও দেখা হয়।‘, মিরপুর শের-ই-বাংলার একাডেমির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দীর্ঘ ক্যারিয়ারে চোটের কারণে বারবার মাঠ থেকে ছিটকে গেছেন মাশরাফি। সবশেষ বিপিএল খেলার সময় কোমরের চোটে ছিটকে যান তিনি। ভারতের চেন্নাইয়ে গিয়েছিলেন উন্নত চিকিৎসা করাতে। ভেবেছিলেন আরো একবার তার অস্ত্রোপচার করা লাগবে। কিন্তু চিকিৎসকরা তাকে অভয় দিয়ে জানিয়েছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে পুনর্বাসন। মাঠে ফিরতে বাধা না থাকায় বৃহস্পতিবার মাশরাফি অনুশীলন করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে। 

নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন মাশরাফি। এ সময়ে বেশ স্বাচ্ছন্দ্যেই ছিলেন তিনি। তবে বোলিংয়ে তার জড়তা দেখা গেছে। একাধিকবার কোমরে হাত দিতে দেখা গেছে তাকে। এছাড়া আঁটসাঁট ফিল্ডিং করছেন। শুক্রবার রূপগঞ্জের দ্বিতীয় ম্যাচ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। ম্যাচটি খেলতে আশাবাদী মাশরাফি। এবার কোমরে অস্ত্রোপচার করালে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা লাগত। লিগে খেলার তাড়নায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। 

মাশরাফি বলেছেন, ‘আমি চিকিৎসা করিয়ে এসেছি। সার্জারি করলে লম্বা সময়ের ব্যাপার। এ মুহূর্তে মানিয়ে নিয়ে যত সময় খেলা যায়। এরপর বড় বিরতি আছে, (সীমিত ওভারের) ঘরোয়া ক্রিকেট তো নেই। এখন অস্ত্রোপচার করালে হয়তো ঘরোয়া ক্রিকেট খেলতে পারতাম না। এজন্য আর কী ম্যানেজ করে যতটুকু খেলা যায়। আমার কাছে মনে হয় সার্জারি না করে ৯ মাস পুনর্বাসন করে মাঠে ফেরার কোনো পয়েন্ট আছে। যেহেতু জাতীয় দলে কোনো ফোকাস নেই, সার্জারি থেকে যতটা দূরে থাকা যায় আর কী।’

টি-টোয়েন্টি সংস্করণে সবশেষ ঢাকা লিগ খেলা হয়নি তার। এবার রূপগঞ্জ তার ওপর রেখেছে আস্থা। দুই বছরেরও বেশি সময় পর আবার পঞ্চাশ ওভারের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি। নিজের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে মাশরাফি বলেছেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমি আগেও বলেছিলাম। শুধুই ভালো লাগা থেকে খেলছি। আমার কোনো লক্ষ্য নেই। ঢাকা লিগে অসংখ্য খেলোয়াড় আছে, যারা হয়তো ১০-১৫ বছর খেলছে। তাদের আর লক্ষ্য অন্যদিকে নেই। কেউ রুজি-রুটির জন্য খেলে, কেউ ভালো লাগার জন্য খেলে। খেলাটাই আনন্দ তাদের কাছে, তাই খেলে। আমার কাছে খেলাটা সবসময় উপভোগের। দেখা যাক কতদিন খেলতে পারি।’

জাতীয় দল শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে। ২০১৭ সালে মাশরাফির অধীনে শেষবার দক্ষিণ আফ্রিকায় খেলেছিল বাংলাদেশ। ২০১৯ সালে দুই দলের সবশেষ দেখা হয়েছিল বিশ্বকাপের মঞ্চে। যেখানে বাংলাদেশ উড়িয়েছিল বিজয়ের পতাকা। মাশরাফির বিশ্বাস এবারো দল ভালো কিছু করবে।

তিনি বলেছেন, ‘চার বছর আগের থেকে দল তো আরো এগিয়েছে। বিশেষ করে ওয়ানডেতে আমরা দারুণ খেলছি শেষ ৫-৭ বছর। অবশ্যই আমি আশাবাদী। তখন এবি ডি ভিলিয়ার্সের মতো গেম চেঞ্জার ছিল। এখন অনেক নতুন খেলোয়াড় এসেছে। আমাদের কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়রা আছে। সাকিবও গিয়েছে। নিশ্চিতভাবেই আমি আশাবাদী ভালো কিছু হবে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়