ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২০২৩ বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, বিশ্বাস মাশরাফির

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৭ মার্চ ২০২২   আপডেট: ১৭:০৩, ২৭ মার্চ ২০২২
২০২৩ বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, বিশ্বাস মাশরাফির

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। সেটি এসেছিল ওয়ানডের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অধীনে। বাংলাদেশ দলে তিনি এখন অতীত। তবে তামিম ইকবালের দল ২০২৩ বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারবে বলে বিশ্বাস মাশরাফির।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২৭ মার্চ) গণমাধ্যমে মাশরাফি বলেন, ‘সেমিফাইনাল পর্যন্ত বলা যায় এই দল উঠবে, এটা আমার বিশ্বাস। যেহেতু ভারতে খেলা। এরপর শুধু ভালো খেললেই হবে না। সেমিফাইনাল এবং ফাইনাল জিততে হলে ভাগ্যেরও দরকার আছে।’

ক্রিকেটে বাংলাদেশের জিততে শেখা এই মাশরাফির হাত ধরেই। ওয়ানডে ক্রিকেটে কর্তৃত্ব করতে শেখা মাশরাফির নেতৃত্বে। ৮৮ ওয়ানডে অধিনায়কত্ব করে ৫০টিতেই জয় এনে দিয়েছেন। তার মধ্যে ২০১৫ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ছিল সেরা সাফল্য। ভারতের কাছে হেরে মিইয়ে যায় সেমিফাইনালে ওঠার স্বপ্ন। জিততে শেখানো সেই দলকে নিয়েই মাশরাফি এখন স্বপ্ন দেখছেন সেমিফাইনাল খেলার।

মাশরাফির মতে বিশ্বকাপের মতো আসর জয়ের জন্য প্রয়োজন ভাগ্য, ‘বিশ্বকাপ জয়ের জন্য ভাগ্য প্রয়োজন। শুধু ভালো খেললে বিশ্বকাপ জয় হয় না। ২০১৯ এর বিশ্বকাপের পর আমি বলেছিলাম- বিশ্বকাপ জেতার মতো এই দলটার সম্ভাব্য সব কিছুই আছে।’

‘তবে এজন্য অবশ্যই খেলোয়াড়দের ফিট থাকতে হবে। এখনও কিন্তু দেড় বছর বাকি। তার আগে অনেক ম্যাচ আছে, সিরিজ আছে। সেগুলোও ভালোভাবে শেষ করতে হবে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্বকাপের আগে ফর্মে থাকা ও সুস্থ থাকাও জরুরি’-যোগ করেন মাশরাফি।

তিনি আরও বলেন, ‘উন্নতির তো আসলে শেষ নেই। একটা দল যখন ভালো খেলা শুরু করে, তখন কিছু দুর্বল জায়গাও থাকে। বড় টুর্নামেন্টে যত কম ভুল করবে তত ভালো। এই ওয়ানডে দল ২০১৫ সাল থেকেই ভালো খেলছে। একটা ছন্দ চলে এসেছে। এই ছন্দ মস্তিস্কেও কাজ করে যখন দল ওয়ানডে খেলতে নামে। এটা খুব ভালো সুযোগ। সামনে যতো দ্বিপাক্ষিক সিরিজ আছে, সেই সাথে বিশ্বকাপ।’

তামিমের নেতৃত্বে বাংলাদেশ হাঁটছে সেই পথেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর দলটিকে নিয়ে স্বপ্ন দেখার পরিধি বড় হচ্ছে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে থাকাই সবচেয়ে বড় প্রমাণ। ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপে খেলাও। মাশরাফির এই বিশ্বাস কী রাখতে পারবেন তামিম?

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়