ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পোর্ট এলিজাবেথের সাফল্যের রেসিপি মুখস্থ ডোনাল্ডের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ৬ এপ্রিল ২০২২  
পোর্ট এলিজাবেথের সাফল্যের রেসিপি মুখস্থ ডোনাল্ডের

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাইরে প্রথম টেস্ট ভেন্যু পোর্ট এলিজাবেথ অ্যালন ডোনাল্ডের থেকে ভালো কারো চেনার কথা নয়। মাত্র ৭ টেস্টে ৪০ উইকেট নিয়ে সাদা বিদ্যুৎ খ্যাত ডোনাল্ড এখনও ঐতিহাসিক মাঠের রাজা। 

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ১৯৯২ সালে ভারতকে একাই পুড়িয়েছেন ৭ উইকেট নিয়ে। দক্ষিণ আফ্রিকার কোনো পেসারের সেটিই পোর্ট এলিজাবেথে সেরা বোলিং। মাঠের সবুজের গালিচা কিংবা ২২ গজের উইকেট সবই তার নখদর্পনে। 

তাইতো বাংলাদেশের পেসারদের সতর্ক করে বললেন, ‘দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরোনো টেস্ট ভেন্যু এটি। মাঠে প্রচুর দর্শক থাকবে। এখানে বোলার কিংবা ব্যাটসম্যান হিসেবে আপনি কখনোই খেলার বাইরে থাকবেন না। সাফল্য পেতে হলে ভিন্ন কিছু করতেই হবে।’ 

এখানকার আবহাওয়ার খবরও তার মুখস্থ, ‘পাশাপাশি আপনাকে বিরুদ্ধ বাতাসের সঙ্গে লড়াই করতে হবে। দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ৪০-৪৫ কি.মি গতিতে বাতাস যাবে। বেলা শেষে বাতাসের তীব্রতা আরো বাড়তে পারে। তখন কঠিন সময় কাটাতে হবে। কাউকে না কাউকে এই কঠিন সময়ে বোলিংয়ের দায়িত্ব সামলাতে হবে।’ 

সঙ্গে জানিয়ে রাখলেন ফিল্ডারদের জন্য অপেক্ষা করছে আরো কঠিন চ্যালেঞ্জ, ‘এখানে হাই ক্যাচ নিতে হলে আপনাকে নিজের সামর্থ্য দেখাতে হবে। বুঝতেই পারছেন বাতাস থাকবে। সঙ্গে অতি দ্রুত বল আসবে। এজন্য আমরা প্রস্তুতিতে এজন্য হাই ক্যাচিংয়ে জোর দিয়েছি।’ 

ডারবানে পেসারদের পারফরম্যান্সে ডোনাল্ড পুরোপুরি সন্তুষ্ট। তিন পেসার তাসকিন, খালেদ ও ইবাদত যেভাবে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন তাতে প্রশংসার স্তৃতিতে ভাসিয়েছেন পেস বোলিং কোচ। তাসকিন ও খালেদ দ্বিতীয় টেস্টে নেই। ইবাদতের সঙ্গী হতে পারেন রাহী। বিবেচনায় থাকবেন শহীদুলও। পোর্ট এলিজাবেথে তাদের ভালো করতে হলে ঘাম ঝরাতে হবে তা আগেভাগেই বলে রেখেছেন ডোনাল্ড।

‘এটা এমন একটি মাঠ যেখানে আপনাকে সাফল্য পেতে ক্রিয়েটিভ হতে হবে। যত সময় গড়াবে উইকেট ফ্ল্যাট হবে। পেস বোলার হিসেবে আপনাকে সব সময় নতুন কিছু নিয়ে প্রস্তুত থাকতে হবে। আপনাকে হাত উপরে রাখতে হবে এবং সাহসী হতে হবে। বিভিন্ন জিনিস চেষ্টা করতে হবে।’
‘বল এখানে যখন রিভার্স করা শুরু করে তখন উইকেট পেতে হবে। স্টেইন কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন কিছু করে দেখিয়েছিল। বলে রাখছি, বোলারদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। আপনি এখানে যদি সাফল্যে পেয়ে যান মনে রাখবেন অনান্য ভেন্যুগুলোতে আপনি এগিয়ে থাকবেন।’ 

ঢাকা/ইয়াসিন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়