ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কোহলির নিজেকে ‘অর্ডিনারি’ ব্যাটসম্যান ভাবা উচিত: শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১৬ এপ্রিল ২০২২   আপডেট: ১৬:০৩, ১৬ এপ্রিল ২০২২
কোহলির নিজেকে ‘অর্ডিনারি’ ব্যাটসম্যান ভাবা উচিত: শোয়েব আখতার

বিরাট কোহলির সময়টা ভালো যাচ্ছে না। নিজেকে হারিয়ে খুঁজছেন সাবেক এই বিশ্বসেরা ব্যাটসম্যান। এমন সময় পাকিস্তানের পেসার শোয়েব আখতার জানিয়েছেন বিরাট কোহলির উচিত নিজেকে অর্ডিনারি ব্যাটসম্যান ভাবা এবং ভালো ব্যাটিং করা।

শোয়েব আখতার বলেন, ‘আইপিএল আসলে পারফরম্যান্সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ-ই ছাড় পায় না। এমনকি বিরাট কোহলিও না। সে যদি ভালো না খেলে তাহলে বাদও পড়তে পারে। কোহলির মাথায় হয়তো ১০ হাজার চিন্তা ঘোরে। ব্যক্তি হিসেবে সে ভালো। ক্রিকেটার হিসেবে গ্রেট। তবে আমি মনে করি তার এখন কেবল একটি বিষয়ে ফোকাস করা উচিত এবং সেটা তার ব্যাটিং।’

তিনিও আরও বলেন, ‘কোহলির উচিত নিজেকে অর্ডিনারি ব্যাটসম্যান ভাবতে শেখা। এরপর তোমার ব্যাট হাতে নাও এবং খেলে যাও। মানুষ ইতোমধ্যে কোহলির দিকে আঙ্গুল তুলতে শুরু করেছে এবং এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার।’

এবারের আইপিএলে কোহলি ৫ ইনিংসে ব্যাট করে রান করেছেন ১০৭টি। তার গড় ২৬.৭৫।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়