ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বার্সা লা লিগা শিরোপাকে ‘বিদায়’ বলতে পারে: জাভি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৯ এপ্রিল ২০২২  
বার্সা লা লিগা শিরোপাকে ‘বিদায়’ বলতে পারে: জাভি

সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৫ ম্যাচ অজেয় থাকার পর বার্সেলোনা গত বৃহস্পতিবার হেরে যায় আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে। ইউরোপা লিগ থেকে তাদের বিদায়ও নিশ্চিত হয়। ন্যু ক্যাম্পে পাঁচ দিনের ব্যবধানে আরেকটি হার কাতালানদের। রেলিগেশনের শঙ্কায় থাকা কাদিজ এই বছর বার্সাকে তাদের প্রথম লিগ ম্যাচ হারের তিক্ত স্বাদ দেয়। ম্যাচ শেষে কোচ জাভি হার্নান্দেজ স্বীকার করলেন, এই হারে বার্সার লা লিগা শিরোপা জেতার সুযোগ কার্যত শেষ।

সোমবার ৪৮তম মিনিটে লুকাস পেরেজের একমাত্র গোলে বার্সা হেরে যায়। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্ট পেছনে জাভির দল। হাতে সাত ম্যাচ থাকলেও ট্রফি যে নাগালের বাইরে চলে গেছে, সেটা স্বীকার করলেন কোচ।

বার্সার ট্যাকটিশিয়ানের বিশ্বাস, গত কয়েক মাস ধরে তার দল উন্নতি করলেও পরের ধাপে পৌঁছাতে হলে আরো বেশি আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। জাভি বললেন, ‘আমরা রাগান্বিত। চ্যাম্পিয়নস লিগের দলগুলো থেকে নিজেদের আলাদা প্রমাণ করতে আমরা খুব ভালো একটি সুযোগ হারালাম, সুবর্ণ সুযোগ। আমরা কার্যত লিগকে বিদায় জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমি খুব ক্ষুব্ধ। আরো বেশি সংকল্প নিয়ে খেলতে হবে আমাদের। আমাদের আরো অনেক কিছু করতে হবে। এজন্য আমরা অনুশীলন করেছি। আমিই সবচেয়ে দায়ী। আমাদের আরো উদ্যম দেখাতে হবে।’

এই হার কোনোভাবে মানতে পারছেন না জাভি, ‘কাদিজের কাছে হার গ্রহণযোগ্য নয়। এখনও সাত ফাইনাল বাকি। আজ আমরা ফাইনালের মতো খেলিনি। ঘরের মাঠে আমাদের আরো আকাঙ্ক্ষা ও চরিত্র দেখাতে হবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়