ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ২৫ এপ্রিল ২০২২   আপডেট: ১৪:৩১, ২৫ এপ্রিল ২০২২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত

আইপিএল শেষ হলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। নয়াদিল্লিতে ৯ জুন অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। ১১দিন ব্যাপী চলবে এই সিরিজ। সিরিজের শেষ ম্যাচ হবে ১৯ জুন বেঙ্গালুরুর এম চিন্ময়স্বামী স্টেডিয়ামে।

এটা হতে যাচ্ছে ২০২২ সালে ঘরের মাঠে ভারতের তৃতীয় সিরিজ। বছরের শুরুতে তারা ঘরের মাঠে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করেছে। উভয় দলের বিপক্ষে সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই পাঁচ ম্যাচের সিরিজ ভারতের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে দারুণ কাজে দিবে। তারা তাদের শক্তিমত্তার দিকগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারবে।

অবশ্য সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। সবশেষ ১৫ ম্যাচের মধ্যে ভারত ৯টিতেই জিতেছে। প্রোটিয়ারা জিতেছে ৬টিতে। 

টি-টোয়েন্টি সিরিজের সূচি:
প্রথম টি-টোয়েন্টি: ৯ জুন, নয়া দিল্লি।
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১২ জুন, কুটাক।
তৃতীয় টি-টোয়েন্টি: ১৪ জুন, ভিসাখাপত্তনম।
চতুর্থ টি-টোয়েন্টি: ১৭ জুন, রাজকোট।
পঞ্চম টি-টোয়েন্টি: ১৯ জুন, বেঙ্গালুরু।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়