ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২০২৬ সাল পর্যন্ত লিভারপুলে ক্লপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২৯ এপ্রিল ২০২২   আপডেট: ১৬:৪৫, ২৯ এপ্রিল ২০২২
২০২৬ সাল পর্যন্ত লিভারপুলে ক্লপ

লিভারপুলে চুক্তির মেয়াদ বাড়ালেন ইয়ুর্গেন ক্লপ। ২০২৬ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।

ক্লপের আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৪ সালে। ধারণা করা হচ্ছিল, এরপর আর থাকবেন না জার্মান কোচ। কিন্তু নতুন চুক্তি করে ফেললেন। ক্লপের দুই সহকারী পেপিন লিন্ডার্স ও পিটার ক্রাভিয়েজও একই মেয়াদে চুক্তি করেছেন।

৫৪ বছর বয়সী ক্লপ বলেছেন, ‘এই খবর সম্পর্কে আমি কেমন অনুভব করছি সেটা বর্ণনা করতে আমাকে অনেক শব্দের ব্যবহার করতে হবে। শুরুটা করা যায় এভাবে, আমি আনন্দিত, বিনীত, ধন্য এবং রোমাঞ্চিত।’

২০১৫ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে অ্যানফিল্ডে সাফল্য উপভোগ করেছেন। ২০২০ সালে ক্লাবের ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ জেতান। তার আগের বছর জেতে চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এছাড়া সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও কারাবাও কাপ ট্রফিও জিতিয়েছেন জার্মান কোচ।

আর এবার তার হাত ধরে অভূতপূর্ব কোয়াড্রুপল জয়ের হাতছানি লিভারপুলের সামনে। প্রিমিয়ার লিগে ৫ ম্যাচ হাতে রেখে শীর্ষ দল ম্যানসিটির চেয়ে এক পয়েন্ট পেছনে তারা। আর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে। এফএ কাপের ফাইনালেও তারা। আর আগেই নিশ্চিত করেছে লিগ কাপ ট্রফি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়