ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউরোপের সর্বজয়ী আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১ মে ২০২২   আপডেট: ১০:৫৫, ১ মে ২০২২
ইউরোপের সর্বজয়ী আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের সবশেষ লা লিগা জয় কার্লো আনচেলত্তিকে ইতিহাস স্রষ্টা বানিয়েছে। ইউরোপের বড় পাঁচ লিগের সবগুলোতে শিরোপা জয়ী প্রথম কোচ এই ইতালিয়ান।

এস্পানিওলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চার ম্যাচ হাতে রেখে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছ থেকে স্পেনের শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছে রিয়াল। গত আসরে নগরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ২ পয়েন্ট পেছনে থেকে শিরোপা জিততে পারেনি তারা।

ক্লাবের জন্য ঐতিহাসিক দিনে ব্যক্তিগত অর্জন করেছেন আনচেলত্তি। ২০০৪ সালে এসি মিলানকে সিরি আ জেতান, দলটিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পরের বছরই এই সাফল্য পান।

নিজ দেশে একমাত্র লিগ শিরোপা জেতার পর আনচেলত্তি পরের শীর্ষ লিগ জেতেন চেলসির সঙ্গে। ২০১০ সালে ব্লুদের প্রিমিয়ার লিগ জেতান। পরের শীর্ষ লিগ ধরা দেয় ফ্রান্সে। প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে ২০১৩ সালে লিগ ওয়ান জেতেন। আর জার্মানিতেও তার সাফল্য মিলেছে ২০১৬-১৭ মৌসুমে বায়ার্ন মিউনিখের সঙ্গে বুন্দেসলিগায়।

রিয়ালের সঙ্গে সাত বছর আগে শেষ হওয়া প্রথম মেয়াদে দশম চ্যাম্পিয়নস লিগ জিতলেও আনচেলত্তি স্বাদ পাননি লা লিগা ট্রফির। দ্বিতীয় মেয়াদে সেই আক্ষেপ ঘুচল।

২৫ বছরেরও বেশি সময়ের অবিস্মরণীয় কোচিং ক্যারিয়ারে সব মিলিয়ে আনচেলত্তি ২২ ট্রফি জিতলেন।  

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়