ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রিয়ালকে সালাহর হুঁশিয়ারি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৫ মে ২০২২   আপডেট: ১৩:৪৩, ৫ মে ২০২২
রিয়ালকে সালাহর হুঁশিয়ারি

ফাইনাল নিশ্চিত হওয়ার পরপর লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ বলেছিলেন, প্রতিপক্ষ হিসেবে তিনি চান রিয়াল মাদ্রিদকে। তার প্রথম চাওয়া পূরণ হয়েছে। স্প্যানিশ জায়ান্টরা ফাইনালে উঠতেই হুঁশিয়ারি মিশরীয় ফরোয়ার্ডের।

ভিয়ারিয়ালকে দ্বিতীয় লেগে ৩-২ গোলে হারিয়ে মঙ্গলবার ফাইনালে ওঠে লিভারপুল। ওই দিন ম্যাচ শেষে প্যারিসে ম্যানসিটি আর মাদ্রিদের মধ্যে কোন দলকে প্রতিপক্ষ হিসেবে চান, এই প্রশ্নে লিভারপুলের এই আসরের সর্বোচ্চ গোলদাতা বলেন, ‘অবশ্যই, আমি মাদ্রিদকে চাই।’ প্রতিশোধ নেওয়ার ইচ্ছার কথা লুকাননি সালাহ, ‘তাদের বিপক্ষে ফাইনাল হেরেছিলাম আমরা, তাই আমি তাদের বিপক্ষে খেলতে চাই এবং আশা করি আমরা এবার জিতব।’

বুধবার রাতে প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। ম্যানসিটিকে ৩-১ গোলে দ্বিতীয় লেগে হারিয়ে ৬-৫ ব্যবধানে ১৪তম শিরোপার মিশনে তারা। ২০১৮ সালের ফাইনালে একই স্কোরে লিভারপুলের হৃদয় ভেঙেছিল মাদ্রিদ।

ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড পরই সালাহর টুইট, ‘আমাদের কিছু ফিরিয়ে দেওয়ার আছে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়