ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তৃতীয়বার প্রথম বলেই আউট কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৮ মে ২০২২  
তৃতীয়বার প্রথম বলেই আউট কোহলি

গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫৮ রানের ইনিংস খেলে খোলস ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে করেন ৩০ রান। রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তো রানের খাতাই খুলতে পারেননি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিংয়ে নেমে প্রথম বলেই জগদীশা সুচিথের শিকার হন কোহলি। ফুল লেন্থের বলটি চিপ করে লেগ সাইডে ওঠান, শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ হন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনের।

এ নিয়ে চলতি আইপিএলে তৃতীয়বার গোল্ডেন ডাক মানে প্রথম বলে আউট হলেন কোহলি। এর আগে এই হায়দরাবাদের বিপক্ষেও ডাক মেরেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। তার আগেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে একই ব্যর্থতার শিকার হন তিনি।

৩৩ বছর বয়সী কোহলি এবারের আসরে ফর্মে নেই। ১২ ম্যাচ খেলে ১৯.৬৩ গড় ও ১১১.৩৪ স্ট্রাইক রেটে ২১৬ রান করেছেন।

আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬৫০০ রান করার লক্ষ্যে হায়দরাবাদের মুখোমুখি হন কোহলি। দরকার ছিল এক রান। কিন্তু সেটাও পারলেন না। টুর্নামেন্টে এনিয়ে ষষ্ঠবার গোল্ডেন ডাকের শিকার তিনি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়