ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশের জন্য ভালো ফল নিয়ে ফিরতে চান শ্রীলঙ্কার অধিনায়ক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১৩ মে ২০২২  
দেশের জন্য ভালো ফল নিয়ে ফিরতে চান শ্রীলঙ্কার অধিনায়ক

চরম অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কা। নজিরবিহীন মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার খালি, নেই ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, আকাশ ছোঁয়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বর্তমান সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। চলছে সংঘর্ষ, সহিংসতা।

বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশা। তবুও শান্ত হয়নি জনতা। তবে দেশের পরিস্থিতি নিয়ে এখন ভাবতে চান না শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। তবে তিনি দেশের মানুষের জন্য ভালো ফল নিয়ে বাংলাদেশ থেকে ফিরতে চান।

শুক্রবার বিকেলে তিনি বলেছেন, ‘সবাই জানে সেখানে কী হচ্ছে। কিন্তু আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি এবং ক্রিকেটেই সব মনোযোগ আমাদের। আমরা একটাই কাজ করতে পারি, সেটা হচ্ছে জনগণের জন্য ভালো ফল নিয়ে দেশে ফেরা। আমরা এই মুহূর্তে শুধু এটা নিয়েই ভাবছি।’

তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কার এক নম্বর খেলা ক্রিকেট। সবাই আমাদের জেতার দৃশ্য দেখার জন্য মুখিয়ে আছে। আমাদের দেশে যে সমস্যাই থাকুক না কেন, সেখানে ক্রিকেট ম্যাচ হলে সবাই তাতে সুর মেলায়। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমরা সবাই জানি দেশের অবস্থা এখন কেমন। আমরা সিরিজ জয় এবং দেশে ফিরে জনগণকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য পরিশ্রম করছি।’

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়